নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ বাড়িয়েছে সরকার। এই বিধিনিষেধের জালে আটকে গেছে শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচন। পেছানো হয়েছে ভোটের তফসিল। আজ সোমবার নির্বাচন কমিশনের সভায় তফসিলের সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে এ ভোট অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশনের৮০ তম সভা শেষে জানানো হয়, আগামী ২ জুন তফসিল ঘোষণা করা হবে। দুপুরে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেন, কমিশন লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন মধ্য জুলাইয়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২ জুন কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই দিন স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা করবে বলে জানিয়েছেন ইসি সচিব।
জুলাইয়ের মাঝামাঝি নির্বাচন করতে গেলে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ এই দুই আসনের ভোটে আইনি জটিলতায় পড়তে হবে। এ ব্যাপারে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, জুলাইয়ের মাঝামাঝি নির্বাচন করতে গেলে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটের জন্য সংবিধান নির্ধারিত আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের পরিবর্তে আরও নব্বই দিন সময় বাড়াতে হবে।
গত ১৯ মে তে ৭৯ তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব সেদিন বলেছিলেন, জুলাইয়ে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২৪ মে কমিশন বৈঠকে ভোটের দিন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে জুলাই মাসে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু সরকার চলমান 'লকডাউন' ৩০ মে পর্যন্ত বাড়ানোয় কমিশন নির্বাচন আরেকটু পিছিয়ে নিয়েছে।
যে কারণে চারটি আসন শূন্য
লক্ষ্মীপুর-২
কুয়েতের একটি আদালতে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় একাদশ জাতীয় সংসদের নির্বাচিত স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ২৮ জানুয়ারি সাজা হওয়ায় সেদিন থেকেই তাঁর আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে এ আসনের ভোটের সময় দিয়েছিলও ইসি। ১১ এপ্রিলের সেই ভোট করোনার কারণে স্থগিত রয়েছে। ‘দ্বৈব দুর্বিপাক’ কারণ দেখিয়ে সংবিধান নির্ধারিত গত ২৭ এপ্রিলের পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ জন্য এ আসনে ভোট করা যাবে ২৬ জুলাইয়ের মধ্যে।
সিলেট-৩
আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি নব্বই দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা-১৪
আওয়ামী লীগ নেতা আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, এ আসনে জুলাইয়ের ২ তারিখের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনায় বিধিনিষেধের কারণে এই আসনের ভোটের জন্য আরও নব্বই দিন সময় বাড়াতে হবে।
কুমিল্লা-৫
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তাঁর কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-জাতীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। এই আসনের ভোটের জন্যও নতুন করে নব্বই দিন সময় বাড়াতে হবে ইসিকে।

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ বাড়িয়েছে সরকার। এই বিধিনিষেধের জালে আটকে গেছে শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচন। পেছানো হয়েছে ভোটের তফসিল। আজ সোমবার নির্বাচন কমিশনের সভায় তফসিলের সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে এ ভোট অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
নির্বাচন কমিশনের৮০ তম সভা শেষে জানানো হয়, আগামী ২ জুন তফসিল ঘোষণা করা হবে। দুপুরে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেন, কমিশন লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন মধ্য জুলাইয়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২ জুন কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই দিন স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা করবে বলে জানিয়েছেন ইসি সচিব।
জুলাইয়ের মাঝামাঝি নির্বাচন করতে গেলে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ এই দুই আসনের ভোটে আইনি জটিলতায় পড়তে হবে। এ ব্যাপারে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, জুলাইয়ের মাঝামাঝি নির্বাচন করতে গেলে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটের জন্য সংবিধান নির্ধারিত আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের পরিবর্তে আরও নব্বই দিন সময় বাড়াতে হবে।
গত ১৯ মে তে ৭৯ তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব সেদিন বলেছিলেন, জুলাইয়ে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২৪ মে কমিশন বৈঠকে ভোটের দিন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে জুলাই মাসে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু সরকার চলমান 'লকডাউন' ৩০ মে পর্যন্ত বাড়ানোয় কমিশন নির্বাচন আরেকটু পিছিয়ে নিয়েছে।
যে কারণে চারটি আসন শূন্য
লক্ষ্মীপুর-২
কুয়েতের একটি আদালতে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় একাদশ জাতীয় সংসদের নির্বাচিত স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ২৮ জানুয়ারি সাজা হওয়ায় সেদিন থেকেই তাঁর আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে এ আসনের ভোটের সময় দিয়েছিলও ইসি। ১১ এপ্রিলের সেই ভোট করোনার কারণে স্থগিত রয়েছে। ‘দ্বৈব দুর্বিপাক’ কারণ দেখিয়ে সংবিধান নির্ধারিত গত ২৭ এপ্রিলের পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ জন্য এ আসনে ভোট করা যাবে ২৬ জুলাইয়ের মধ্যে।
সিলেট-৩
আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি নব্বই দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা-১৪
আওয়ামী লীগ নেতা আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, এ আসনে জুলাইয়ের ২ তারিখের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনায় বিধিনিষেধের কারণে এই আসনের ভোটের জন্য আরও নব্বই দিন সময় বাড়াতে হবে।
কুমিল্লা-৫
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তাঁর কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-জাতীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। এই আসনের ভোটের জন্যও নতুন করে নব্বই দিন সময় বাড়াতে হবে ইসিকে।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
৩ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
৪ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে