নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এসব মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের পাশাপাশি দায়িত্বহীনতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্যদের পক্ষে এক বিবৃতিতে এসব দাবি জানান আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, কৌশিক আহমেদ, মাহতাব উদ্দীন আহমেদ, সজীব তানভীর, নাজমুস সাকিব ও অন্য সদস্যরা।
বিবৃতিতে অধিকার কমিটি বলছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে। এ ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে।
সংঘর্ষে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়, এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো উচ্চপর্যায়ের তদন্ত, দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি। এই একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয়, এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে।
গোপালগঞ্জে গতকাল বুধবারের রক্তাক্ত দিনটি রাষ্ট্রীয় সহিংসতার এক পুনরাবৃত্তি বলেও মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি জানায়, একদিকে সমাবেশে সহিংস হামলা, অন্যদিকে গুলিতে মৃত্যুবরণ—উভয়ের মধ্যেই রয়েছে দায় ও ব্যর্থতার সুস্পষ্ট ছাপ। লক্ষ করা যাচ্ছে, এনসিপিও অতীতে সংঘটিত মব ভায়োলেন্স ও সহিংস ঘটনার বিরুদ্ধে নৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেয়নি। গোপালগঞ্জের মতো সংবেদনশীল এলাকায় রাজনৈতিক কৌশল ও জনস্মৃতির পরিপ্রেক্ষিতে তারা যে কর্মসূচি নিয়েছে, তা রাজনৈতিক বিচক্ষণতার অভাবও প্রকাশ করে।
সংগঠনটি এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা; এই তদন্তের নামে যেন কোনোভাবে ঢালাও মামলা, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানির আশ্রয় নেওয়া না হয়; গণ–অভ্যুত্থান-পরবর্তী সব মব সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তি ও উসকানিদাতাদের বিচারের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অবিলম্বে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারপ্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এসব মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের পাশাপাশি দায়িত্বহীনতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্যদের পক্ষে এক বিবৃতিতে এসব দাবি জানান আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, কৌশিক আহমেদ, মাহতাব উদ্দীন আহমেদ, সজীব তানভীর, নাজমুস সাকিব ও অন্য সদস্যরা।
বিবৃতিতে অধিকার কমিটি বলছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে। এ ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে।
সংঘর্ষে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়, এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো উচ্চপর্যায়ের তদন্ত, দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি। এই একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয়, এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে।
গোপালগঞ্জে গতকাল বুধবারের রক্তাক্ত দিনটি রাষ্ট্রীয় সহিংসতার এক পুনরাবৃত্তি বলেও মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি জানায়, একদিকে সমাবেশে সহিংস হামলা, অন্যদিকে গুলিতে মৃত্যুবরণ—উভয়ের মধ্যেই রয়েছে দায় ও ব্যর্থতার সুস্পষ্ট ছাপ। লক্ষ করা যাচ্ছে, এনসিপিও অতীতে সংঘটিত মব ভায়োলেন্স ও সহিংস ঘটনার বিরুদ্ধে নৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেয়নি। গোপালগঞ্জের মতো সংবেদনশীল এলাকায় রাজনৈতিক কৌশল ও জনস্মৃতির পরিপ্রেক্ষিতে তারা যে কর্মসূচি নিয়েছে, তা রাজনৈতিক বিচক্ষণতার অভাবও প্রকাশ করে।
সংগঠনটি এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা; এই তদন্তের নামে যেন কোনোভাবে ঢালাও মামলা, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানির আশ্রয় নেওয়া না হয়; গণ–অভ্যুত্থান-পরবর্তী সব মব সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তি ও উসকানিদাতাদের বিচারের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অবিলম্বে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারপ্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট-সংক্রান্ত সংবাদ পরিবেশনে পেশাগত মানদণ্ড অনুসরণ ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আপিল ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির ছুটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম...
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
২ ঘণ্টা আগে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ একর ৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি ক্রোক ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে