Ajker Patrika

বাংলাদেশের আইন সম্পর্কে ধারণা না থাকায় ইউনূসের সাজা নিয়ে বিদেশিদের সমালোচনা: অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৪
বাংলাদেশের আইন সম্পর্কে ধারণা না থাকায় ইউনূসের সাজা নিয়ে বিদেশিদের সমালোচনা: অ্যাটর্নি জেনারেল 

নোবেল বিজয়ী ড. ইউনূসের সাজা নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আমাদের দেশের আইন নিয়ে বিদেশিদের কোনো ধারণা নেই। এখান থেকে যা বলে দেওয়া হয়, তাঁরা তাই অনুসরণ করেন।’ 

আজ মঙ্গলবার তাঁর নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিন উদ্দিন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, যদি একজন শ্রমিককে অধিকার দেওয়া না হয়, সে ক্ষেত্রে আইনের বিধান মতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হবে। নোটিশের বিধান যদি প্রতিপালন না করে মামলা হবে। ওনার (ড. ইউনূস) ক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছে এবং প্রতিপালন না করায় মামলা হয়েছে। সেই মামলা তিনি সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে এসেছিলেন। সর্বোচ্চ আদালত বলেছেন মামলা চলবে। 

আমিন উদ্দিন বলেন, ‘বিদেশিদের আমাদের দেশের আইনগত পদ্ধতি ও প্রক্রিয়া সম্বন্ধে ওইভাবে পরিষ্কার ধারণা নেই। যার কারণে আমাদের এখান থেকে যেটা বলা হয়, তাঁরা সেটাই অনুসরণ করে বক্তব্য দেন। সেই ক্ষেত্রে আমি মনে করি, আমাদের যাঁরা (সরকারবিরোধী) এইখানে ছিলেন, তাঁরা হয়তো তাঁদেরকে সেভাবেই বলেছেন। ওই রাজনৈতিক দল তো সরকার ও রাষ্ট্র যা করে তারই তো বিরোধিতা করে। তারাই হয়তো সেটাকে বিভিন্ন দেশে রংচং দিয়ে সঠিক তথ্য প্রদান না করে বিভিন্ন দেশের কাছে পাঠাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত