কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা সরকারি পর্যায়ের বৈঠকগুলো শিগগিরই শুরু করার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। আজ সোমবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পাকিস্তান হাউস, ইসলামাবাদ ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ‘পাকিস্তান বাংলাদেশ ইকোনমিক রিলেশন: ফারদার কোঅপারেশ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। উপস্থিত ছিলেন বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীবৃন্দসহ পাকিস্তানের শীর্ষ ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পাকিস্তান হাউসের গবেষণা সহযোগী শায়েস্তা রিয়াজ।
ওয়েবিনারে পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বেশ কিছু বৈঠক রয়েছে, যেমন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের মতো এ বৈঠকগুলো যত দ্রুত সম্ভব শুরু হওয়া দরকার। এ বৈঠকগুলো দীর্ঘ দিন ধরে হয়নি। তবে দুই দেশের সরকার বৈঠকগুলো আবারও শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বিবেচনায় নেওয়া জরুরি বলেও জানান তিনি।
বাংলাদেশকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ব্যবহারের প্রস্তাব দিয়ে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সিপিইসি যোগযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। তবে সৌভাগ্য বসত বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্ব সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনায় এসিআই কেমিক্যালের ব্যবসায়িক পরিচালক মঞ্জুর রশিদ বলেন, দেশগুলোর টেকসই থাকার জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিকে পাকিস্তান খুবই গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সমস্যা থাকলেও দুই দেশের ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব বোঝে। সিপিইসি খুবই গুরুত্ব বহন করে। সিপিইসি ব্যবহারের সুযোগ বাংলাদেশে সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি চীন থেকে হয়ে থাকে। সিপিইসিকে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘ দিন ধরে স্থগিত থাকা সরকারি পর্যায়ের বৈঠকগুলো শিগগিরই শুরু করার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। আজ সোমবার সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পাকিস্তান হাউস, ইসলামাবাদ ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ‘পাকিস্তান বাংলাদেশ ইকোনমিক রিলেশন: ফারদার কোঅপারেশ’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। উপস্থিত ছিলেন বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীবৃন্দসহ পাকিস্তানের শীর্ষ ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। ওয়েবিনারটি সঞ্চালনা করেন পাকিস্তান হাউসের গবেষণা সহযোগী শায়েস্তা রিয়াজ।
ওয়েবিনারে পাকিস্তান হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বলেন, দুই দেশের সরকারি পর্যায়ে বেশ কিছু বৈঠক রয়েছে, যেমন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের মতো এ বৈঠকগুলো যত দ্রুত সম্ভব শুরু হওয়া দরকার। এ বৈঠকগুলো দীর্ঘ দিন ধরে হয়নি। তবে দুই দেশের সরকার বৈঠকগুলো আবারও শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। ব্যবসায়ী ও রপ্তানিকারকরা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বিবেচনায় নেওয়া জরুরি বলেও জানান তিনি।
বাংলাদেশকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) ব্যবহারের প্রস্তাব দিয়ে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সিপিইসি যোগযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। তবে সৌভাগ্য বসত বাংলাদেশ ও পাকিস্তানের নেতৃত্ব সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনায় এসিআই কেমিক্যালের ব্যবসায়িক পরিচালক মঞ্জুর রশিদ বলেন, দেশগুলোর টেকসই থাকার জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিকে পাকিস্তান খুবই গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সমস্যা থাকলেও দুই দেশের ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের গুরুত্ব বোঝে। সিপিইসি খুবই গুরুত্ব বহন করে। সিপিইসি ব্যবহারের সুযোগ বাংলাদেশে সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি চীন থেকে হয়ে থাকে। সিপিইসিকে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় উত্তরাসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে ব
২ ঘণ্টা আগে