
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) লং কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ জুন ২০২৫ তারিখে যোগদানপত্র প্রদান করা হবে। সেনাবাহিনীর সদর দপ্তরের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের ওই দিন সকাল ৮টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের রোল নম্বরসহ একটি বিশদ তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদানপত্র গ্রহণ করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল হয়ে যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র যা সঙ্গে আনতে হবে:
১. এসএসসি ও এইচএসসি সনদ ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি
২. আইএসএসবি (Inter Services Selection Board) গ্রিনকার্ড ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মূল কপি এবং একটি সত্যায়িত কপি
৩. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি
৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)
৬. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অপেক্ষমাণ প্রার্থীদের জন্য নির্দেশনা:
যেসব প্রার্থী এখনও আইএসএসবি অথবা মেডিকেল পরীক্ষার কোনো একটি ধাপে রয়েছেন এবং চূড়ান্তভাবে মেডিকেল পরীক্ষার জন্য সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যোগদানপত্র প্রদান করা হবে। তবে এটি নির্ভর করবে তাদের চূড়ান্ত যোগ্যতার উপর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের সেনাবাহিনীর নিয়মানুযায়ী যথাসময়ে নির্ধারিত স্থান ও কাগজপত্রসহ উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হতে পারে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) লং কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ জুন ২০২৫ তারিখে যোগদানপত্র প্রদান করা হবে। সেনাবাহিনীর সদর দপ্তরের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের ওই দিন সকাল ৮টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের রোল নম্বরসহ একটি বিশদ তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদানপত্র গ্রহণ করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল হয়ে যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র যা সঙ্গে আনতে হবে:
১. এসএসসি ও এইচএসসি সনদ ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি
২. আইএসএসবি (Inter Services Selection Board) গ্রিনকার্ড ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মূল কপি এবং একটি সত্যায়িত কপি
৩. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি
৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)
৬. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অপেক্ষমাণ প্রার্থীদের জন্য নির্দেশনা:
যেসব প্রার্থী এখনও আইএসএসবি অথবা মেডিকেল পরীক্ষার কোনো একটি ধাপে রয়েছেন এবং চূড়ান্তভাবে মেডিকেল পরীক্ষার জন্য সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যোগদানপত্র প্রদান করা হবে। তবে এটি নির্ভর করবে তাদের চূড়ান্ত যোগ্যতার উপর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের সেনাবাহিনীর নিয়মানুযায়ী যথাসময়ে নির্ধারিত স্থান ও কাগজপত্রসহ উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হতে পারে।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৪ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৬ ঘণ্টা আগে