নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটার যাঁরা আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ।’ শীতের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন এই কমিশনার।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে। গতবারের মতো এবারও ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার ব্যবহার, যা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে পুনরায় ভোট গ্রহণ চলছে। ১৪৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে এ পর্যন্ত। কোনো অনিয়ম নাই, গতবার যে সিচুয়েশন দেখতে পারছিলাম এবার সে সরকম সিচুয়েশন নাই।’
ভোটার উপস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত ১০ শতাংশের মতন ভোট কাস্ট হয়েছে। আজকে প্রচণ্ড শীত ৷ দুর্গম চরাঞ্চলে ৩২টা কেন্দ্র। এ ছাড়া শীতের জন্য উপস্থিতি এখন একটু কম। তবে ক্রমান্বয়ে বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
সিসি ক্যামেরা থাকার কারণে যাঁরা অনিয়ম করার জন্য আগ্রহী থাকেন, তাঁদের আগ্রহটা অনেক প্রশমিত হয়ে গেছে বলে জানান রাশেদা সুলতানা।

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটার যাঁরা আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ।’ শীতের কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন এই কমিশনার।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এসব কথা বলেন। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে। গতবারের মতো এবারও ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার ব্যবহার, যা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে পুনরায় ভোট গ্রহণ চলছে। ১৪৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে এ পর্যন্ত। কোনো অনিয়ম নাই, গতবার যে সিচুয়েশন দেখতে পারছিলাম এবার সে সরকম সিচুয়েশন নাই।’
ভোটার উপস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদা সুলতানা বলেন, ‘এখন পর্যন্ত ১০ শতাংশের মতন ভোট কাস্ট হয়েছে। আজকে প্রচণ্ড শীত ৷ দুর্গম চরাঞ্চলে ৩২টা কেন্দ্র। এ ছাড়া শীতের জন্য উপস্থিতি এখন একটু কম। তবে ক্রমান্বয়ে বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
সিসি ক্যামেরা থাকার কারণে যাঁরা অনিয়ম করার জন্য আগ্রহী থাকেন, তাঁদের আগ্রহটা অনেক প্রশমিত হয়ে গেছে বলে জানান রাশেদা সুলতানা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১২ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে