Ajker Patrika

সারা দেশে আরও ৫৯১ ‘ডেভিল’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৯১ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা আছে।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৯৫ জনের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা ছিল। এ ছাড়া ৫৯১ জনকে বিভিন্ন অভিযোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। এই অভিযানে যাঁদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে, তাঁদের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আনসার ভিডিপির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিযানে যত অস্ত্র উদ্ধার আশা করেছিলাম, সে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়নি। তবে আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যত দিন ডেভিল থাকবে, তত দিন ডেভিল হান্ট অপারেশন চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত