নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইন-শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এমন গুজব বন্ধের আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাহিনীটি।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা একটি গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এ রকম একটি গুজব যা তুলে ধরা হলো—
“আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সবার ডিভাইসগুলো মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।
অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি যত্নশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন।
কোনো পোস্ট বা ভিডিও ইত্যাদি ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনো ছবি, লেখা বা ফরওয়ার্ড করা এখন অপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। ”
সতর্ক করে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওপরের বক্তব্যটি সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন। সাধারণ জনগণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি যারা আইন-শৃঙ্খলা বাহিনী ও র্যাব ফোর্সেসের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদের সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইন-শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এমন গুজব বন্ধের আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাহিনীটি।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা একটি গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এ রকম একটি গুজব যা তুলে ধরা হলো—
“আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সবার ডিভাইসগুলো মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।
অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি যত্নশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন।
কোনো পোস্ট বা ভিডিও ইত্যাদি ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনো ছবি, লেখা বা ফরওয়ার্ড করা এখন অপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। ”
সতর্ক করে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওপরের বক্তব্যটি সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন। সাধারণ জনগণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি যারা আইন-শৃঙ্খলা বাহিনী ও র্যাব ফোর্সেসের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদের সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তাঁদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা
১২ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩৩ মিনিট আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
৪৩ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে