নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইন-শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এমন গুজব বন্ধের আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাহিনীটি।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা একটি গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এ রকম একটি গুজব যা তুলে ধরা হলো—
“আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সবার ডিভাইসগুলো মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।
অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি যত্নশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন।
কোনো পোস্ট বা ভিডিও ইত্যাদি ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনো ছবি, লেখা বা ফরওয়ার্ড করা এখন অপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। ”
সতর্ক করে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওপরের বক্তব্যটি সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন। সাধারণ জনগণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি যারা আইন-শৃঙ্খলা বাহিনী ও র্যাব ফোর্সেসের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদের সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইন-শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এমন গুজব বন্ধের আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাহিনীটি।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা একটি গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। এ রকম একটি গুজব যা তুলে ধরা হলো—
“আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সবার ডিভাইসগুলো মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।
অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি যত্নশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন।
কোনো পোস্ট বা ভিডিও ইত্যাদি ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনো ছবি, লেখা বা ফরওয়ার্ড করা এখন অপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। ”
সতর্ক করে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওপরের বক্তব্যটি সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন। সাধারণ জনগণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি যারা আইন-শৃঙ্খলা বাহিনী ও র্যাব ফোর্সেসের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদের সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
১ ঘণ্টা আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
২ ঘণ্টা আগে