নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসের ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে বিগত আট বছর যাবৎ বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ এই সময়ে গাড়ির চেসিজের মূল্য, টায়ার-টিউব, খুচরা যন্ত্রাংশসহ সব ধরনের কর ও ফি বৃদ্ধি করা হয়েছে। এতে গাড়ি পরিচালনায় অধিক হারে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া করোনার সময় পরিবহন মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনন। ইতিমধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসভাড়া বৃদ্ধির জন্য মালিক সমিতি বরাবর আবেদন করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এর মধ্যে ৩ নভেম্বর রাতে জ্বালানি মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে অস্বাভাবিকভাবে ডিজেলের ১৫ টাকা মূল্য বৃদ্ধি করেছে।
এমন অবস্থায় মালিক সমিতি বলছে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মালিকদের মুনাফা পাওয়া তো দূরের কথা, তেলের মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় সারা দেশের মালিকদের অভিমত, অনতিবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করা না হলে গাড়ি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ভাড়ার বিষয়ে মালিক সমিতির সঙ্গে রবিবার একটি মিটিং হতে পারে।

বাসের ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে বিগত আট বছর যাবৎ বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ এই সময়ে গাড়ির চেসিজের মূল্য, টায়ার-টিউব, খুচরা যন্ত্রাংশসহ সব ধরনের কর ও ফি বৃদ্ধি করা হয়েছে। এতে গাড়ি পরিচালনায় অধিক হারে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া করোনার সময় পরিবহন মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনন। ইতিমধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসভাড়া বৃদ্ধির জন্য মালিক সমিতি বরাবর আবেদন করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এর মধ্যে ৩ নভেম্বর রাতে জ্বালানি মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে অস্বাভাবিকভাবে ডিজেলের ১৫ টাকা মূল্য বৃদ্ধি করেছে।
এমন অবস্থায় মালিক সমিতি বলছে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মালিকদের মুনাফা পাওয়া তো দূরের কথা, তেলের মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় সারা দেশের মালিকদের অভিমত, অনতিবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করা না হলে গাড়ি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ভাড়ার বিষয়ে মালিক সমিতির সঙ্গে রবিবার একটি মিটিং হতে পারে।

অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে।
৫ ঘণ্টা আগে
নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১২ ঘণ্টা আগে