নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতা-কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং উক্ত এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরেকটি চিঠিতে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচন বিধি না মানার কারণে সতর্ক করেছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতা-কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং উক্ত এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরেকটি চিঠিতে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচন বিধি না মানার কারণে সতর্ক করেছে ইসি।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৩৭ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে