নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ বিধিনিষেধে করোনা সংক্রমণ কিছুটা কমলেও তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন, কিছুদিন আগে সংক্রমণ ৫ শতাংশের নিচে ছিল। জুলাইয়ে ৩২ শতাংশে পৌঁছেছিল এখন ২০ শতাংশে নেমে এসেছে। তারপরও জীবন-জীবিকার কথা চিন্তা করে আমাদের এগোতে হচ্ছে।
রোববার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি তারপরও সমালোচনার ঝড় এখনো থামেনি। তাঁরাই সমালোচনা করে যারা দেশকে শান্তিতে দেখতে চায় না। করোনার ব্যবস্থাপনায় আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো করেছি কিন্তু তাঁরা সমালোচনা ছাড়েননি। বিরোধিরা কোনো দিনও প্রশংসা করবে না।
জাহিদ মালেক বলেন, করোনা যুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে আর শেখ হাসিনাকে দুর্বল করে দিতে অনেকে সমালোচনা করছেন। কোভিড বাড়লেও সমালোচনা, কমলেও সমালোচনা। কেউ পজিটিভ কথা বলে না।
জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধুর জীবনী পড়লে বাংলাদেশের ইতিহাস পড়া হয়ে যাবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর তিন বছর সময় পেয়েছিলেন সোনার বাংলা বাস্তবায়ন করার। সকল ক্ষেত্রে যখন উন্নয়ন ধারা অব্যাহত তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাঁরা পরবর্তীতে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে গ্রেনেড হামলা করেছিল। এখনও তাঁরা এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। প্রতিনিয়ত তাঁদের এই ষড়যন্ত্র করে যাচ্ছে।
শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। আমি এই অনুষ্ঠানের দাবি করব যারা হত্যার সঙ্গে জড়িত এবং বিদেশে অবস্থান করছে তাঁদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে তবেই দেশ কলঙ্কমুক্ত হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও শিক্ষাসচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ অনেকে।

দীর্ঘ বিধিনিষেধে করোনা সংক্রমণ কিছুটা কমলেও তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন, কিছুদিন আগে সংক্রমণ ৫ শতাংশের নিচে ছিল। জুলাইয়ে ৩২ শতাংশে পৌঁছেছিল এখন ২০ শতাংশে নেমে এসেছে। তারপরও জীবন-জীবিকার কথা চিন্তা করে আমাদের এগোতে হচ্ছে।
রোববার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি তারপরও সমালোচনার ঝড় এখনো থামেনি। তাঁরাই সমালোচনা করে যারা দেশকে শান্তিতে দেখতে চায় না। করোনার ব্যবস্থাপনায় আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো করেছি কিন্তু তাঁরা সমালোচনা ছাড়েননি। বিরোধিরা কোনো দিনও প্রশংসা করবে না।
জাহিদ মালেক বলেন, করোনা যুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে আর শেখ হাসিনাকে দুর্বল করে দিতে অনেকে সমালোচনা করছেন। কোভিড বাড়লেও সমালোচনা, কমলেও সমালোচনা। কেউ পজিটিভ কথা বলে না।
জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধুর জীবনী পড়লে বাংলাদেশের ইতিহাস পড়া হয়ে যাবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর তিন বছর সময় পেয়েছিলেন সোনার বাংলা বাস্তবায়ন করার। সকল ক্ষেত্রে যখন উন্নয়ন ধারা অব্যাহত তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাঁরা পরবর্তীতে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে গ্রেনেড হামলা করেছিল। এখনও তাঁরা এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। প্রতিনিয়ত তাঁদের এই ষড়যন্ত্র করে যাচ্ছে।
শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। আমি এই অনুষ্ঠানের দাবি করব যারা হত্যার সঙ্গে জড়িত এবং বিদেশে অবস্থান করছে তাঁদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে তবেই দেশ কলঙ্কমুক্ত হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও শিক্ষাসচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ অনেকে।

শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম মুন। এই মামলায় পলাতক রয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৬ মিনিট আগে
লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
৮ মিনিট আগে
অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
৩ ঘণ্টা আগে