
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলছেন সমালোচকেরা। বিশেষ করে ভারত বরাবর তাদের উদ্বেগ জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিবাদ, সমাবেশ করার অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
আওয়ামী লীগের একটি রাজনৈতিক সমাবেশে বাধা, কয়েকজনকে মারধর এবং প্রতিবাদকারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। কোনো সরকারই শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংস দমন চালাতে পারে না।’
তিনি আরও বলেন, ‘মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে সব দেশের কাছে একই বার্তা পৌঁছে দেয়—শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার মৌলিক এবং এটি দমন করা উচিত নয়।’ তবে তিনি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নির্দিষ্ট কোনো কূটনৈতিক আলাপের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
একজন সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করেছেন, যেখানে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাড়ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি এটি নিয়ে আমাদের দপ্তরে আলোচনা করে দেখব যে, আমাদের এ বিষয়ে কোনো বক্তব্য আছে কি না।’
বাংলাদেশের সাম্প্রতিক ‘মনসুন বিপ্লব’ নামে পরিচিত ছাত্র–জনতার আন্দোলন এবং এর মাধ্যমে দেশকে ফের শুরুর দিকের অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকেরা। পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এর সমালোচনাও করেছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নে মুখপাত্র ম্যাথিউ মিলার এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা বলেন।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলছেন সমালোচকেরা। বিশেষ করে ভারত বরাবর তাদের উদ্বেগ জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিবাদ, সমাবেশ করার অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
আওয়ামী লীগের একটি রাজনৈতিক সমাবেশে বাধা, কয়েকজনকে মারধর এবং প্রতিবাদকারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। কোনো সরকারই শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংস দমন চালাতে পারে না।’
তিনি আরও বলেন, ‘মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে সব দেশের কাছে একই বার্তা পৌঁছে দেয়—শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার মৌলিক এবং এটি দমন করা উচিত নয়।’ তবে তিনি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নির্দিষ্ট কোনো কূটনৈতিক আলাপের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
একজন সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করেছেন, যেখানে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাড়ছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি এটি নিয়ে আমাদের দপ্তরে আলোচনা করে দেখব যে, আমাদের এ বিষয়ে কোনো বক্তব্য আছে কি না।’
বাংলাদেশের সাম্প্রতিক ‘মনসুন বিপ্লব’ নামে পরিচিত ছাত্র–জনতার আন্দোলন এবং এর মাধ্যমে দেশকে ফের শুরুর দিকের অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকেরা। পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এর সমালোচনাও করেছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নে মুখপাত্র ম্যাথিউ মিলার এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা বলেন।

পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৩৩ মিনিট আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৬ ঘণ্টা আগে