নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বড় আয়োজন করে পদ্মা সেতু উদ্বোধন করবে সরকার। এ অনুষ্ঠানে বিরোধী দলগুলোর নেতারাও দাওয়াত পাবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কাউকে দাওয়াত দেব না এটা বলিনি। খালেদা জিয়া নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আবার বিএনপির চেয়ারপারসনও। নিয়মটি জেনে আমরা দাওয়াত দেব। তবে বিএনপি নেতারা অবশ্যই দাওয়াত পাবেন। তাঁদের শরিক দল, বাম-ডান সবাই দাওয়াত পাবেন।’
পদ্মা সেতুর অর্থায়নে অনিয়মের অভিযোগ নিয়ে শুরুতে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের বিরোধ তুঙ্গে উঠেছিল। তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু তৈরির আগে অনেকেই বিরোধিতা করেছিলেন। আমার পাশেই বিশ্বব্যাংকের প্রতিনিধি আছেন। আমরা তাঁদেরও, মানে বিশ্বব্যাংককে দাওয়াত দেব পদ্মা সেতুর উদ্বোধনে।’
এ সময় বিএনপি ও বিরোধী দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদ্যাপনে কিছু নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। জেলায় জেলায় উৎসব করেও এই ক্ষণ উদ্যাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আর ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় এ উপলক্ষে ২৫ জুন থেকে পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে ঢাকার হাতিরঝিলে আয়োজন করা হবে লেজার শোর।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বড় আয়োজন করে পদ্মা সেতু উদ্বোধন করবে সরকার। এ অনুষ্ঠানে বিরোধী দলগুলোর নেতারাও দাওয়াত পাবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কাউকে দাওয়াত দেব না এটা বলিনি। খালেদা জিয়া নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আবার বিএনপির চেয়ারপারসনও। নিয়মটি জেনে আমরা দাওয়াত দেব। তবে বিএনপি নেতারা অবশ্যই দাওয়াত পাবেন। তাঁদের শরিক দল, বাম-ডান সবাই দাওয়াত পাবেন।’
পদ্মা সেতুর অর্থায়নে অনিয়মের অভিযোগ নিয়ে শুরুতে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের বিরোধ তুঙ্গে উঠেছিল। তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু তৈরির আগে অনেকেই বিরোধিতা করেছিলেন। আমার পাশেই বিশ্বব্যাংকের প্রতিনিধি আছেন। আমরা তাঁদেরও, মানে বিশ্বব্যাংককে দাওয়াত দেব পদ্মা সেতুর উদ্বোধনে।’
এ সময় বিএনপি ও বিরোধী দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদ্যাপনে কিছু নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। জেলায় জেলায় উৎসব করেও এই ক্ষণ উদ্যাপন করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আর ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় এ উপলক্ষে ২৫ জুন থেকে পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে ঢাকার হাতিরঝিলে আয়োজন করা হবে লেজার শোর।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৬ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে