নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
১১ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে