নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী পরিচালক (অবসরপ্রাপ্ত) বদরুন নাহার ও তাঁর স্বামীর নামে নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বদরুন নাহারের স্বামী কবির আহমেদ সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সাবেক রাজস্ব কর্মকর্তা বদরুন নাহার দুদকের কাছে দেওয়া বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৯ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষে পারিবারিক ব্যয়সহ তাঁর দায় দেনা ছিল ২ কোটি ২১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে তাঁর মোট অর্জিত সম্পদের চেয়ে ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের অতিরিক্ত বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে মনে করছে দুদক।
এজাহার থেকে আরও জানা যায়, রাজস্বের এই সাবেক কর্মকর্তা রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সাড়ে তিন কাঠা জমিতে নিজ নামে একটি ছয়তলা বাড়ি করেছেন। দুদকের কাছে যার নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৮০ লাখ ৯৫ হাজার টাকা। দুদকের অনুসন্ধানে একজন নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপে বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ২ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।
বদরুন নাহার বাড়ি নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৬৬৩ টাকা মূল্যের সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। একই সঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা মূল্যের সম্পদ রয়েছে তাঁর।
অপর একটি মামলায় আসামি বদরুন নাহারের স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমেদ। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি তাঁর সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের তথ্য ঘোষণা করেন। ২০১৪–১৫ করবর্ষ থেকে ২০২১–২২ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৯১ লাখ ৭৫ টাকার।
মামলা বিষয়ে বদরুন নাহার ও তাঁর স্বামী কবির আহমেদের ফোন নম্বরে একাধিকবার কলা হলেও তাঁরা সাড়া দেননি।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৭ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে