আজকের পত্রিকা ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে—সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদনগুলোতে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট, ইউএইভিসাঅনলাইন-এর ১৭ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত একটি অভিবাসন বিজ্ঞপ্তিতে এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
তবে, এই দাবিটি ভুয়া।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, আমিরাতের কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে এমন কোনো তথ্য পাইনি।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিবেদনগুলোতে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে, সেটি একটি ভিসা কেন্দ্রের সাইট, কোনো সরকারি সূত্র নয়।
রাষ্ট্রদূত বলেন, এই পোস্টটি ওই ওয়েবসাইট কর্তৃপক্ষের নিজেদেরই একটি অনৈতিক অপচেষ্টা হতে পারে, কারণ তাদের অফিসে যোগাযোগ করা একজন প্রবাসী জানতে পারেন, তারা এখনো ওই ওয়েবসাইটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া করতে পারে।
আহমেদ আরও বলেন, ২০ এবং ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায়, দূতাবাস ২২ সেপ্টেম্বর থেকে যোগাযোগ এবং সরকারি চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দূতাবাস বা কনস্যুলেট এমন কোনো কিছুর খবর পায়নি যা কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়।’
সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রবেশ নীতি অপরিবর্তিত রয়েছে: বিদেশি নাগরিকদের জন্য কমপক্ষে ছয় মাসের বৈধতা এবং দুটি খালি পাতা-সহ একটি পাসপোর্ট, অনুমোদিত একটি সংযুক্ত আরব আমিরাত ভিসা, কোভিড-১৯ পরীক্ষার নেতিবাচক ফলাফল, একটি টিকাদান সনদ এবং স্বাস্থ্য ও কোয়ারেন্টাইন নিয়মাবলী মেনে চলতে হবে।
সুতরাং, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা। এই দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত হয়েছে এবং যাচাই-বাছাই না করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে—সম্প্রতি দেশের কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদনগুলোতে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট, ইউএইভিসাঅনলাইন-এর ১৭ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত একটি অভিবাসন বিজ্ঞপ্তিতে এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
তবে, এই দাবিটি ভুয়া।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, আমিরাতের কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে এমন কোনো তথ্য পাইনি।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিবেদনগুলোতে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে, সেটি একটি ভিসা কেন্দ্রের সাইট, কোনো সরকারি সূত্র নয়।
রাষ্ট্রদূত বলেন, এই পোস্টটি ওই ওয়েবসাইট কর্তৃপক্ষের নিজেদেরই একটি অনৈতিক অপচেষ্টা হতে পারে, কারণ তাদের অফিসে যোগাযোগ করা একজন প্রবাসী জানতে পারেন, তারা এখনো ওই ওয়েবসাইটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া করতে পারে।
আহমেদ আরও বলেন, ২০ এবং ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকায়, দূতাবাস ২২ সেপ্টেম্বর থেকে যোগাযোগ এবং সরকারি চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দূতাবাস বা কনস্যুলেট এমন কোনো কিছুর খবর পায়নি যা কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়।’
সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রবেশ নীতি অপরিবর্তিত রয়েছে: বিদেশি নাগরিকদের জন্য কমপক্ষে ছয় মাসের বৈধতা এবং দুটি খালি পাতা-সহ একটি পাসপোর্ট, অনুমোদিত একটি সংযুক্ত আরব আমিরাত ভিসা, কোভিড-১৯ পরীক্ষার নেতিবাচক ফলাফল, একটি টিকাদান সনদ এবং স্বাস্থ্য ও কোয়ারেন্টাইন নিয়মাবলী মেনে চলতে হবে।
সুতরাং, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা। এই দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত হয়েছে এবং যাচাই-বাছাই না করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
১ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৫ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে