কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দপ্তরের বিদায়ী প্রধান মিশেল ব্যাচেলেটের গত ২৫ আগস্টের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ না থাকা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার তাঁর দপ্তর দাবি করেছে।
ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশে নিজের সফরের সময় মানবাধিকার প্রসঙ্গে তিনি সরকার ও সুশীল সমাজের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, সেহেতু জেনেভায় ২৫ আগস্টের সমাপনী বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তন, খাদ্য, জ্বালানি, নাগরিক পরিসর ও অর্থনৈতিক অবস্থার মত বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন।
এতে বলা হয়, বাংলাদেশ সফর শেষে গত ১৭ আগস্ট মিশেল ব্যাচেলেট এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সমস্যা স্বীকার করে নেওয়া সমাধানের প্রথম ধাপ উল্লেখ করে বলেছেন, মানবাধিকার রক্ষায় হাইকমিশনারের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সব সময় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
মিশেল ব্যাচেলেট ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৭ আগস্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশে জোর করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের গুরুতর অভিযোগের তদন্তের জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন। তিনি বলেন, কী করে একটি আন্তর্জাতিক মানের তদন্ত সংস্থা গড়ে তোলা যায়, সে ক্ষেত্রে তাঁর দপ্তর সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। গুম নিয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি সংস্থা আছে, তাদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ কী প্রক্রিয়ায় কাজ করে, সে বিষয়ে বিরোধী দলগুলোর নেতাদের কোনো ধারণা নেই। ‘তাঁরা (বিরোধী নেতারা) বোকার স্বর্গে বাস করছেন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিশেল ব্যাচেলেটের এখতিয়ার সম্পর্কে এসব নেতার কোনো ধারণা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দপ্তরের বিদায়ী প্রধান মিশেল ব্যাচেলেটের গত ২৫ আগস্টের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ না থাকা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার তাঁর দপ্তর দাবি করেছে।
ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশে নিজের সফরের সময় মানবাধিকার প্রসঙ্গে তিনি সরকার ও সুশীল সমাজের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, সেহেতু জেনেভায় ২৫ আগস্টের সমাপনী বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তন, খাদ্য, জ্বালানি, নাগরিক পরিসর ও অর্থনৈতিক অবস্থার মত বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন।
এতে বলা হয়, বাংলাদেশ সফর শেষে গত ১৭ আগস্ট মিশেল ব্যাচেলেট এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সমস্যা স্বীকার করে নেওয়া সমাধানের প্রথম ধাপ উল্লেখ করে বলেছেন, মানবাধিকার রক্ষায় হাইকমিশনারের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সব সময় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
মিশেল ব্যাচেলেট ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৭ আগস্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশে জোর করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের গুরুতর অভিযোগের তদন্তের জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন। তিনি বলেন, কী করে একটি আন্তর্জাতিক মানের তদন্ত সংস্থা গড়ে তোলা যায়, সে ক্ষেত্রে তাঁর দপ্তর সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। গুম নিয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি সংস্থা আছে, তাদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ কী প্রক্রিয়ায় কাজ করে, সে বিষয়ে বিরোধী দলগুলোর নেতাদের কোনো ধারণা নেই। ‘তাঁরা (বিরোধী নেতারা) বোকার স্বর্গে বাস করছেন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিশেল ব্যাচেলেটের এখতিয়ার সম্পর্কে এসব নেতার কোনো ধারণা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
১২ ঘণ্টা আগে