আজকের পত্রিকা ডেস্ক

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সেখানে ছিল ভুয়া সংসদ, ভুয়া সংসদ সদস্য, এবং ভুয়া স্পিকার।’
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক সাক্ষাৎ করতে আসেন। এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা রুপা হককে বলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে; তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল।’
রুপা হক পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তিনি বলেন, ‘বাংলাদেশ: ২ দেখে আমি সত্যিই উৎসাহিত।’
প্রধান উপদেষ্টা পরবর্তী নির্বাচনের দুটি সময়সীমার কথা জানান। তা হলো: ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটুকু সংস্কার চায় তার ওপর।’
রুপা হক পরবর্তী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা রুপা হককে জুলাই গণ–অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর দমনপীড়নের ঘটনা বর্ণনা করেন।
ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে, ব্রিটিশ এমপি রুপা হকের নেতৃত্বে একটি ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দলের অংশ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেছেন।
ব্রিটিশ–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দল বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছে। ইউকেবিসিসিআই–এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই–এর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
লুৎফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ী ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ব্যাপক সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে।

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সেখানে ছিল ভুয়া সংসদ, ভুয়া সংসদ সদস্য, এবং ভুয়া স্পিকার।’
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক সাক্ষাৎ করতে আসেন। এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা রুপা হককে বলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে; তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল।’
রুপা হক পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তিনি বলেন, ‘বাংলাদেশ: ২ দেখে আমি সত্যিই উৎসাহিত।’
প্রধান উপদেষ্টা পরবর্তী নির্বাচনের দুটি সময়সীমার কথা জানান। তা হলো: ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটুকু সংস্কার চায় তার ওপর।’
রুপা হক পরবর্তী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা রুপা হককে জুলাই গণ–অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর দমনপীড়নের ঘটনা বর্ণনা করেন।
ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে, ব্রিটিশ এমপি রুপা হকের নেতৃত্বে একটি ব্রিটিশ ব্যবসায়ী প্রতিনিধি দলের অংশ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেছেন।
ব্রিটিশ–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দল বর্তমানে তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছে। ইউকেবিসিসিআই–এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই–এর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
লুৎফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ী ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ব্যাপক সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
১ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৫ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে