নিজস্ব প্রতিবক, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’
সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’
এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের যোগদান করতে না পারা ও যোগদানের পরেও বিভিন্ন জটিলতায় এমপিওভুক্ত হতে না পারা প্রার্থীদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আগামী ২৬ জুন বিকেল পাঁচটার মধ্যে এমপিও জটিলতায় পড়া ও যোগদান করতে না পারা প্রার্থীদের তথ্য-প্রমাণসহ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। সরাসরি এনটিআরসিএ কার্যালয়ে এসে তথ্যসহ আবেদন জমা দিতে হবে প্রার্থীদের। তবে যারা নন এমপিও পদে আবেদন করে নন এমপিও পদে সুপারিশ পেয়েছেন তাদের এ আবেদন করার দরকার নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। আর এমপিও জটিলতায় পড়া বা যোগদান করতে না পারা যেসব প্রার্থী আগে বিষয়গুলো জানিয়ে এনটিআরসিএতে আবেদন করেছেন তাদেরও নতুন করে আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা তথ্য চেয়েছি। এমপিও নিয়ে অনেকেই জটিলতার কথা বলেছেন। আমরা সুনির্দিষ্টভাবে এর তথ্য চেয়েছি।’
সমস্যা সমাধানে কত সময় লাগতে পারে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেন, ‘সারা দেশ থেকে আবেদন আসবে। সবার সমস্যার সমাধান হতে সময় লাগবে। অভিযোগ জানাবে আর সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।’
এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, রোল ও ব্যাচ, পদ ও বিষয়, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ও ইআইআইএন নম্বর এবং এমপিও না হওয়ার কারণ নির্ধারিত ছকে উল্লেখ করে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে এনটিআরসিএর ইস্যুকৃত নিয়োগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস্ কপি এবং এনটিআরসিএর নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত সময় অর্থাৎ ২৬ জুনের পর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ ও এমপিওভুক্তির জটিলতা সংক্রান্ত আর কোনো আবেদন নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরসংশ্লিষ্ট এলাকায় পরিবেশ সংরক্ষণে নিয়মিত নজরদারি জোরদার এবং সেখানে পাহাড় কাটায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র
২ ঘণ্টা আগে
দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে