নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরানো হয়েছে সদ্যসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদের ছবি ও পরিচয়। গতকাল সোমবার হুদা কমিশন বিদায় নিলেও ইসি ওয়েবসাইট আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের মতোই ছিল।
নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে গতকাল সোমবার বিদায় নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। কমিশন থেকে ভারমুক্ত হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সংস্থাটির ওয়েবসাইট থেকে সরানো হয়নি তাঁদের ছবি ও পরিচয়।
অবশ্য এ বিষয়ে ইসি কর্মকর্তারা বলেছিলেন, ‘সাবেক কমিশনের প্রধান ও এর সদস্যদের ছবি ও পরিচয় অপসারণের কাজ চলমান রয়েছে। হয়তো আইটি শাখা থেকে খেয়াল করা হয়নি।
ইসি কর্মকর্তাদের নজরে বিষয়টি আনার কিছুক্ষণ পরই সরানো হয় হুদা কমিশনের ছবি ও পরিচয়।
এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিশন ইসির দায়িত্ব নেয়। এ কমিশনের অন্য সদস্যরা হলেন—মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম, রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার (অব.) শাহদাত হোসেন। গত পাঁচ বছর জাতীয় নির্বাচনসহ ছয় হাজারেরও বেশি নির্বাচনের আয়োজন করে এই কমিশন। নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় হুদা কমিশনকে। এসব সমালোচনা-বিতর্ক নিয়েই গতকাল সোমবার কমিশন থেকে বিদায় নিয়েছেন এই পাঁচ কমিশনার।

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরানো হয়েছে সদ্যসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদের ছবি ও পরিচয়। গতকাল সোমবার হুদা কমিশন বিদায় নিলেও ইসি ওয়েবসাইট আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের মতোই ছিল।
নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে গতকাল সোমবার বিদায় নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা। কমিশন থেকে ভারমুক্ত হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সংস্থাটির ওয়েবসাইট থেকে সরানো হয়নি তাঁদের ছবি ও পরিচয়।
অবশ্য এ বিষয়ে ইসি কর্মকর্তারা বলেছিলেন, ‘সাবেক কমিশনের প্রধান ও এর সদস্যদের ছবি ও পরিচয় অপসারণের কাজ চলমান রয়েছে। হয়তো আইটি শাখা থেকে খেয়াল করা হয়নি।
ইসি কর্মকর্তাদের নজরে বিষয়টি আনার কিছুক্ষণ পরই সরানো হয় হুদা কমিশনের ছবি ও পরিচয়।
এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিশন ইসির দায়িত্ব নেয়। এ কমিশনের অন্য সদস্যরা হলেন—মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম, রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার (অব.) শাহদাত হোসেন। গত পাঁচ বছর জাতীয় নির্বাচনসহ ছয় হাজারেরও বেশি নির্বাচনের আয়োজন করে এই কমিশন। নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে সমালোচনার মুখেও পড়তে হয় হুদা কমিশনকে। এসব সমালোচনা-বিতর্ক নিয়েই গতকাল সোমবার কমিশন থেকে বিদায় নিয়েছেন এই পাঁচ কমিশনার।

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৮ ঘণ্টা আগে