নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঠ্যপুস্তকে ‘সামান্য ভুল’ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গত ৫০ বছরে বিভিন্ন সময় দেশের ইতিহাস নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো গণমাধ্যমে সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।
নতুন পাঠবইয়ে ভুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে গণমাধ্যমে কোনো সম্পাদকীয় ও উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।’
শিক্ষার্থীরা সব বই কবে হাতে পাবে, এ প্রশ্নে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে সব ছাত্রকে বই দেওয়া হয়নি। কোনো কোনো বছর বই গেছে জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।’
আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এ ছাড়া ইতিমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’
পাঠ্যপুস্তকে ‘সামান্য ভুল’ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গত ৫০ বছরে বিভিন্ন সময় দেশের ইতিহাস নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো গণমাধ্যমে সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।
নতুন পাঠবইয়ে ভুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে গণমাধ্যমে কোনো সম্পাদকীয় ও উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।’
শিক্ষার্থীরা সব বই কবে হাতে পাবে, এ প্রশ্নে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে সব ছাত্রকে বই দেওয়া হয়নি। কোনো কোনো বছর বই গেছে জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।’
আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এ ছাড়া ইতিমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৮ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৯ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১১ ঘণ্টা আগে