নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের সভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। সংসদ সচিবালয় কমিশনের সভায় তা অনুমোদন হওয়ার কথা রয়েছে। কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে অনুষ্ঠেয় ৩৩তম কমিশন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতীয় সংসদসংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য এই বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ছাড়াও চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন দেওয়া হবে। গত বছর অনুষ্ঠিত ৩২তম সভায় চলতি অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন ব্যয় ৭৫ লাখ টাকা। যা ছিল আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ২৩ শতাংশ বেশি।
গত বছরের বৈঠকে আগামী অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়েছিল। যার পরিমাণ ছিল ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসেবে বুধবারের বৈঠকে এর পরিমাণ গত বছরের অর্থের কাছাকাছি অনুমোদনের জন্য তোলা হতে পারে।
কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় গত বছর। এই কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাধারণত বছরে একবার বাজেট অধিবেশনের আগে কমিশনের এই বৈঠক বসে।
জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪ এ সংসদ সচিবালয় কমিশনের কার্যপরিধি নির্ধারণ করা আছে। আইন অনুযায়ী তাদের কার্যপরিধি হলো সংসদ সচিবালয় কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ, তাঁদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং ওই সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দ করা অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ প্রদান করা এবং সংসদ সচিবালয় কমিশন এর নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করা।

আগামীকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের সভায় ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। সংসদ সচিবালয় কমিশনের সভায় তা অনুমোদন হওয়ার কথা রয়েছে। কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে অনুষ্ঠেয় ৩৩তম কমিশন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতীয় সংসদসংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য এই বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ছাড়াও চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন দেওয়া হবে। গত বছর অনুষ্ঠিত ৩২তম সভায় চলতি অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন ব্যয় ৭৫ লাখ টাকা। যা ছিল আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ২৩ শতাংশ বেশি।
গত বছরের বৈঠকে আগামী অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়েছিল। যার পরিমাণ ছিল ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসেবে বুধবারের বৈঠকে এর পরিমাণ গত বছরের অর্থের কাছাকাছি অনুমোদনের জন্য তোলা হতে পারে।
কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় গত বছর। এই কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাধারণত বছরে একবার বাজেট অধিবেশনের আগে কমিশনের এই বৈঠক বসে।
জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪ এ সংসদ সচিবালয় কমিশনের কার্যপরিধি নির্ধারণ করা আছে। আইন অনুযায়ী তাদের কার্যপরিধি হলো সংসদ সচিবালয় কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ, তাঁদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং ওই সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দ করা অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ প্রদান করা এবং সংসদ সচিবালয় কমিশন এর নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করা।

অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা করা হবে আজ। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে।
৫ ঘণ্টা আগে
নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১২ ঘণ্টা আগে