নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।
শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন।
এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।

আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।
শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন।
এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে