নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।
শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন।
এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।

আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে চীনের সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু করবে সরকার। এ ছাড়া পরদিন মঙ্গলবার থেকে প্রথমবারের মতো সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে দেওয়া হবে কোভ্যাক্সের সুবিধায় আসা মডার্নার টিকা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আজকের মধ্যেই সারা দেশে টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকাও পৌঁছে দেওয়া হবে। আশা করছি কাল (সোমবার) থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।
শামসুল হক বলেন, হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই আমরা সিনোফার্মের টিকা পাঠিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু গণ টিকা প্রয়োগ শুরু হচ্ছে, তাই জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।
টিকা কর্মসূচির পরিচালক আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এসব হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এটি শেষ হলেই এসব কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে। তবে ঢাকার বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে শামসুল হক বলেন, প্রবাসীদের শুধুমাত্র ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারা দেশের যেকোনো মেডিকেল কলেজ থেকে তাঁরা টিকা নিতে পারবেন।
এ ছাড়া বিদেশে পড়ুয়া শিক্ষার্থীদের টিকার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আলোচনা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও জানান তিনি।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
৭ মিনিট আগে
নৌবাহিনীর আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক (এলসিটি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত এলসিটি-১০১-এর লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) তরিকুল ইসলাম।
২ ঘণ্টা আগে
জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। আজ উপদেষ্টা পরিষদে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়। এই অধ্যাদেশের মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড থেকে উদ্ভূত ফৌজদারি দায় থেকে আন্দোলনকারীদের অব্যাহতি...
৩ ঘণ্টা আগে