আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বেতন কাঠামো গ্রেড-১৩ থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন শিক্ষকেরা।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
পরে পুলিশের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার সামনে রাস্তায় অবস্থান নেন তারা।
আন্দোলনের অন্যতম সংগঠক শামীমা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা অবস্থান নেব। দাবি আদায়ে আমরা আলটিমেটাম দেব।’
এদিকে সকাল ১০টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকেরা। সেখানে তাঁরা বেলা ১১টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক এম এ মান্নান।
সমাবেশে উপস্থিত সব শিক্ষক শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান ফরিদপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল।
শপথে তিনি বলেন, ‘আমি শপথ করছি যে শিক্ষার্থীদের উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করব। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যেকোনো আন্দোলন সংগ্রামের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করব না।’
শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হলে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল যান। প্রতিনিধিদলের সদস্যরা হলেন মাহবুবুর রহমান, লুৎফর রহমান, সনিবুল হক বসুনিয়া, মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় সরকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের একটি প্রতিনিধিদল যমুনায় যাবেন, তাঁরা (শিক্ষক) শাহবাগে আছেন। রাস্তায় কোনো যানজট নেই’।
উল্লেখ্য, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১৩ নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তখনো শিক্ষকদের গ্রেড-১০ করার দাবি ছিল।

রাজধানীর শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বেতন কাঠামো গ্রেড-১৩ থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন শিক্ষকেরা।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
পরে পুলিশের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার সামনে রাস্তায় অবস্থান নেন তারা।
আন্দোলনের অন্যতম সংগঠক শামীমা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা অবস্থান নেব। দাবি আদায়ে আমরা আলটিমেটাম দেব।’
এদিকে সকাল ১০টা থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকেরা। সেখানে তাঁরা বেলা ১১টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক এম এ মান্নান।
সমাবেশে উপস্থিত সব শিক্ষক শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান ফরিদপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল।
শপথে তিনি বলেন, ‘আমি শপথ করছি যে শিক্ষার্থীদের উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করব। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যেকোনো আন্দোলন সংগ্রামের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করব না।’
শাহবাগে পুলিশি বাধার সম্মুখীন হলে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল যান। প্রতিনিধিদলের সদস্যরা হলেন মাহবুবুর রহমান, লুৎফর রহমান, সনিবুল হক বসুনিয়া, মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় সরকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের একটি প্রতিনিধিদল যমুনায় যাবেন, তাঁরা (শিক্ষক) শাহবাগে আছেন। রাস্তায় কোনো যানজট নেই’।
উল্লেখ্য, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১৩ নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তখনো শিক্ষকদের গ্রেড-১০ করার দাবি ছিল।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
১ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৯ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
১০ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে