
ফৌজদারি, রাষ্ট্রদ্রোহ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের মতো অপরাধে যাঁরা জড়িত নন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া এমন প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাদ পড়াদের মধ্যে কতজন নিয়োগ পাবেন, আগামী দু-তিন দিনের মধ্যে তা জানা যাবে।
৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পর্যালোচনায় গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের সভাপতিত্বে সভা হয়। পরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ সে করেছে, যেটা সামনে আসছে, তারা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।’
সচিব বলেন, আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বাদ পড়াদের নিয়োগ দিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ হচ্ছে জানিয়ে জনপ্রশাসনসচিব বলেন, এটি শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটিরুজি, রোজগার। অনেকেই এটার পর বিয়ে করবে। মা-বাবার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা ত্বরিতগতিতে যাতে বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দু-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।
৪৩তম বিসিএসের ২ হাজার ১৬৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সুপারিশ করলেও গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশ করে সরকার। এরপর বাদ পাড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমা দেন তাঁরা।
পরে বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে, ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। এরপর বাদ পড়া সব প্রার্থী মন্ত্রণালয়ে আবেদন জমা দেন।

ফৌজদারি, রাষ্ট্রদ্রোহ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারের মতো অপরাধে যাঁরা জড়িত নন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া এমন প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাদ পড়াদের মধ্যে কতজন নিয়োগ পাবেন, আগামী দু-তিন দিনের মধ্যে তা জানা যাবে।
৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পর্যালোচনায় গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানের সভাপতিত্বে সভা হয়। পরে জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ সে করেছে, যেটা সামনে আসছে, তারা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।’
সচিব বলেন, আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বাদ পড়াদের নিয়োগ দিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ হচ্ছে জানিয়ে জনপ্রশাসনসচিব বলেন, এটি শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটিরুজি, রোজগার। অনেকেই এটার পর বিয়ে করবে। মা-বাবার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা ত্বরিতগতিতে যাতে বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দু-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।
৪৩তম বিসিএসের ২ হাজার ১৬৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সুপারিশ করলেও গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশ করে সরকার। এরপর বাদ পাড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জমা দেন তাঁরা।
পরে বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে, ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। এরপর বাদ পড়া সব প্রার্থী মন্ত্রণালয়ে আবেদন জমা দেন।

মনোয়ার মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নিয়মিত রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা। কিন্তু সেই সীমা অতিক্রম করে একটি দীর্ঘমেয়াদি, বহুমাত্রিক ও উচ্চ ঝুঁকিপূর্ণ জ্বালানি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমূলক পরামর্শ প্রক্রিয়া...
৯ মিনিট আগে
মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে