আজকের পত্রিকা ডেস্ক

আগামী বছরে (২০২৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য তৈরি ২০২৫ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. সিরাজুল ইসলাম বলেন, ৭৬ দিন ছুটি ঘোষণা করে ছুটির তালিকা প্রস্তাব করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটি অনুমোদন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদিত তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগির তা প্রকাশ করা হবে।
ছুটির তালিকার তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম প্রান্তিকের মূল্যায়ন ৫ মে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন চলবে ১৮ থেকে ২৮ আগস্ট। আর তৃতীয় প্রান্তিকে ১ থেকে ১০ ডিসেম্বর মূল্যায়ন চলবে।
২০২৫ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে তিন দিন। থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে তা ভোগ করতে হবে। আর জাতীয় দিবসগুলো ‘যথাযথ মর্যাদায়’ বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে।
২০২৫ সালে শিবরাত্রি, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্র ও শনিবার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৪ দিন এ স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২৩–এর তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

আগামী বছরে (২০২৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য তৈরি ২০২৫ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. সিরাজুল ইসলাম বলেন, ৭৬ দিন ছুটি ঘোষণা করে ছুটির তালিকা প্রস্তাব করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটি অনুমোদন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদিত তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগির তা প্রকাশ করা হবে।
ছুটির তালিকার তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম প্রান্তিকের মূল্যায়ন ৫ মে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন চলবে ১৮ থেকে ২৮ আগস্ট। আর তৃতীয় প্রান্তিকে ১ থেকে ১০ ডিসেম্বর মূল্যায়ন চলবে।
২০২৫ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে তিন দিন। থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে তা ভোগ করতে হবে। আর জাতীয় দিবসগুলো ‘যথাযথ মর্যাদায়’ বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে।
২০২৫ সালে শিবরাত্রি, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্র ও শনিবার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৪ দিন এ স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২৩–এর তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
১২ মিনিট আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৪ ঘণ্টা আগে