
একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।
দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।

একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।
দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
৯ ঘণ্টা আগে