
একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।
দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।

একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।
দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৬ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে