অর্চি হক, ঢাকা

শৈশবে রূপালী রানী সরকারের স্বপ্ন ছিল, পড়াশোনা করে একদিন স্বাবলম্বী হবেন, পরিবারের ব্যয় মেটাতে মা-বাবার পাশে দাঁড়াবেন। কিন্তু কৈশোর পেরোতে না পেরোতেই সেই স্বপ্ন ভেঙে দেয় বাল্যবিবাহ। ২০১৪ সালে বিয়ের পর বাবার বাড়ি সাতক্ষীরার কলারোয়া ছেড়ে চলে যেতে হয় সদর উপজেলার গাভা গ্রামে।
নতুন পরিবারে এসে নিজের পায়ে দাঁড়ানোর পুরোনো সেই স্বপ্নটা আবার উঁকি দিতে থাকে রূপালীর মনে। বিয়ের কিছুদিন পরেই করোনায় চাকরি হারান স্বামী। রূপালী খেজুরপাতার ঝুড়ি বোনা শিখেছিলেন। সেই দক্ষতা আঁকড়ে ধরেই সংসার চালানোর লড়াইয়ে নামলেন তিনি। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের (বিটিএস) সহযোগিতায় ৬ জন অংশীদার নিয়ে গড়ে তোলেন রূপালী হ্যান্ডিক্রাফটস।
আজকের পত্রিকাকে রূপালী বলেন, ‘একটা সময় মনে হতো, কাজ শিখি কী লাভ হলো! পুঁজি নাই, কাঁচামাল নাই। আর এই গ্রামের এক কোনায় কে কিনতি আইসবে খেজুরপাতার ঝুড়ি। তখন বিটিএসের সাহায্য পাই।’
রূপালী হ্যান্ডিক্রাফটসের গ্রামীণ নারী কর্মীরা খেজুরপাতার ঝুড়ির পাশাপাশি খাবারের ট্রে, টিফিন বক্স, লন্ড্রি ঝুড়ি, অলংকার বাক্স, ঢাকনাওয়ালা ঝুড়ি ও শোপিস তৈরি করেন।
রূপালী তাঁদের কাজের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমরা বায়ারের (ক্রেতা) অর্ডার মতো ঝুড়ি বানিয়ে দিই। আমরা যদি সরাসরি রপ্তানিকারকের কাছে বিক্রি করতে পারতাম, তাহলে আরেকটু বেশি আয় হতো।’
গ্রামীণ এই নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের একটা প্রকল্পের আওতায় গ্রামের গৃহবধূ ও তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তাঁদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে।’
দেশের গ্রামগুলোতে ছড়িয়ে আছে রূপালী রানী সরকারের মতো অসংখ্য নারী উদ্যোক্তা এবং হস্তশিল্পী। প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তাঁদের অনেকের দক্ষতা ও কাজ থেকে যায় অন্তরালে। এমন প্রেক্ষাপটেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। দেশের বিভিন্ন বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি দিবসটি পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি’।

শৈশবে রূপালী রানী সরকারের স্বপ্ন ছিল, পড়াশোনা করে একদিন স্বাবলম্বী হবেন, পরিবারের ব্যয় মেটাতে মা-বাবার পাশে দাঁড়াবেন। কিন্তু কৈশোর পেরোতে না পেরোতেই সেই স্বপ্ন ভেঙে দেয় বাল্যবিবাহ। ২০১৪ সালে বিয়ের পর বাবার বাড়ি সাতক্ষীরার কলারোয়া ছেড়ে চলে যেতে হয় সদর উপজেলার গাভা গ্রামে।
নতুন পরিবারে এসে নিজের পায়ে দাঁড়ানোর পুরোনো সেই স্বপ্নটা আবার উঁকি দিতে থাকে রূপালীর মনে। বিয়ের কিছুদিন পরেই করোনায় চাকরি হারান স্বামী। রূপালী খেজুরপাতার ঝুড়ি বোনা শিখেছিলেন। সেই দক্ষতা আঁকড়ে ধরেই সংসার চালানোর লড়াইয়ে নামলেন তিনি। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের (বিটিএস) সহযোগিতায় ৬ জন অংশীদার নিয়ে গড়ে তোলেন রূপালী হ্যান্ডিক্রাফটস।
আজকের পত্রিকাকে রূপালী বলেন, ‘একটা সময় মনে হতো, কাজ শিখি কী লাভ হলো! পুঁজি নাই, কাঁচামাল নাই। আর এই গ্রামের এক কোনায় কে কিনতি আইসবে খেজুরপাতার ঝুড়ি। তখন বিটিএসের সাহায্য পাই।’
রূপালী হ্যান্ডিক্রাফটসের গ্রামীণ নারী কর্মীরা খেজুরপাতার ঝুড়ির পাশাপাশি খাবারের ট্রে, টিফিন বক্স, লন্ড্রি ঝুড়ি, অলংকার বাক্স, ঢাকনাওয়ালা ঝুড়ি ও শোপিস তৈরি করেন।
রূপালী তাঁদের কাজের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমরা বায়ারের (ক্রেতা) অর্ডার মতো ঝুড়ি বানিয়ে দিই। আমরা যদি সরাসরি রপ্তানিকারকের কাছে বিক্রি করতে পারতাম, তাহলে আরেকটু বেশি আয় হতো।’
গ্রামীণ এই নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের একটা প্রকল্পের আওতায় গ্রামের গৃহবধূ ও তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তাঁদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে।’
দেশের গ্রামগুলোতে ছড়িয়ে আছে রূপালী রানী সরকারের মতো অসংখ্য নারী উদ্যোক্তা এবং হস্তশিল্পী। প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তাঁদের অনেকের দক্ষতা ও কাজ থেকে যায় অন্তরালে। এমন প্রেক্ষাপটেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। দেশের বিভিন্ন বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি দিবসটি পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি’।

হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
২ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
৪ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
১২ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
১৩ ঘণ্টা আগে