নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে ল্যাব। তারপরও নানা জটিলতায় আটকে আছে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের করোনা পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা চালু হবে জানেন না সংশ্লিষ্টরা। আরও কয়েক দিন লাগতে পারে বলে জানা গেছে। তাই আপাতত পরীক্ষামূলকভাবে চলবে করোনা পরীক্ষা।
এ দিকে আজ শনিবার দুপুরে বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর মেশিন পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, বিমানবন্দরের ল্যাব প্রস্তুত। তবে কবে থেকে কাজ শুরু হবে তার তারিখ ঠিক হয়নি। আজ রাত ৮টায় বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্যে ১শ জনের নমুনা নিয়ে এই ল্যাবে পরীক্ষা করা হবে।
নাসিমা সুলতানা আরও বলেন, প্রবাসীদের আগে ৪৮ ঘণ্টার মধ্যে যে পরীক্ষা তা করতে হবে। এরপর ৬ ঘণ্টা আগে যে পরীক্ষা তা বিমানবন্দরের এই ল্যাবে হবে। পরীক্ষার ফি কত হবে তা নির্ধারণ হয়নি। তবে ২ হাজার টাকার কম হবে। এয়ারলাইনসগুলোকে আজ জানিয়ে দেওয়া হবে। ল্যাব প্রস্তুত আছে, তারপর তারা যাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। বায়োসেপ্টি-২ এ এই ল্যাব পরিচালনা করা হবে।
এর আগে গতকাল শুক্রবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিমানবন্দরে ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শন শেষে আজ শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলেন।
মন্ত্রীর এমন বক্তব্যের ১২ ঘণ্টা পার না হতেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মনিটরিং ও টেকনিক্যাল কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে তাদের মত দিবেন। তারপর এটি চালু হবে।
এর আগের দিন রাজধানীর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও শনিবার চালুর ঘোষণা দিয়েছিলেন।
চলমান করোনা মহামারিতে দেশে আসেন কয়েক হাজার প্রবাসী। ভাইরাসটির প্রকোপ ক্রমেই কমতে থাকলে কর্মস্থলে ফিরতে চান প্রবাসীরা। কিন্তু আগস্টে আরব আমিরাত নতুন শর্ত হিসেবে যাত্রার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষার নেগেটিভ সনদের কথা জুড়ে দেয়। তাও আবার পরীক্ষাগার হতে হবে বিমানবন্দরে। কিন্তু দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের সুবিধা না থাকায় বিপাকে পড়েন আমিরাত প্রবাসীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় সময় মত কাজে ফিরতে পারছেন না। ফলে সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিক্ষোভ সমাবেশ ও অনশন করেন তাঁরা। পরে গত ৬ সেপ্টেম্বর এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারপরও সেটি এক সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব প্রতিষ্ঠানেই হবে প্রবাসীদের করোনা পরীক্ষা।

বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে ল্যাব। তারপরও নানা জটিলতায় আটকে আছে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের করোনা পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা চালু হবে জানেন না সংশ্লিষ্টরা। আরও কয়েক দিন লাগতে পারে বলে জানা গেছে। তাই আপাতত পরীক্ষামূলকভাবে চলবে করোনা পরীক্ষা।
এ দিকে আজ শনিবার দুপুরে বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর মেশিন পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, বিমানবন্দরের ল্যাব প্রস্তুত। তবে কবে থেকে কাজ শুরু হবে তার তারিখ ঠিক হয়নি। আজ রাত ৮টায় বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্যে ১শ জনের নমুনা নিয়ে এই ল্যাবে পরীক্ষা করা হবে।
নাসিমা সুলতানা আরও বলেন, প্রবাসীদের আগে ৪৮ ঘণ্টার মধ্যে যে পরীক্ষা তা করতে হবে। এরপর ৬ ঘণ্টা আগে যে পরীক্ষা তা বিমানবন্দরের এই ল্যাবে হবে। পরীক্ষার ফি কত হবে তা নির্ধারণ হয়নি। তবে ২ হাজার টাকার কম হবে। এয়ারলাইনসগুলোকে আজ জানিয়ে দেওয়া হবে। ল্যাব প্রস্তুত আছে, তারপর তারা যাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। বায়োসেপ্টি-২ এ এই ল্যাব পরিচালনা করা হবে।
এর আগে গতকাল শুক্রবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিমানবন্দরে ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শন শেষে আজ শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলেন।
মন্ত্রীর এমন বক্তব্যের ১২ ঘণ্টা পার না হতেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মনিটরিং ও টেকনিক্যাল কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে তাদের মত দিবেন। তারপর এটি চালু হবে।
এর আগের দিন রাজধানীর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও শনিবার চালুর ঘোষণা দিয়েছিলেন।
চলমান করোনা মহামারিতে দেশে আসেন কয়েক হাজার প্রবাসী। ভাইরাসটির প্রকোপ ক্রমেই কমতে থাকলে কর্মস্থলে ফিরতে চান প্রবাসীরা। কিন্তু আগস্টে আরব আমিরাত নতুন শর্ত হিসেবে যাত্রার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষার নেগেটিভ সনদের কথা জুড়ে দেয়। তাও আবার পরীক্ষাগার হতে হবে বিমানবন্দরে। কিন্তু দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের সুবিধা না থাকায় বিপাকে পড়েন আমিরাত প্রবাসীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় সময় মত কাজে ফিরতে পারছেন না। ফলে সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিক্ষোভ সমাবেশ ও অনশন করেন তাঁরা। পরে গত ৬ সেপ্টেম্বর এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারপরও সেটি এক সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব প্রতিষ্ঠানেই হবে প্রবাসীদের করোনা পরীক্ষা।

পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
১৫ মিনিট আগে
জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৩০ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে