Ajker Patrika

জামুকা ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২: ৪৫
জামুকা ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ বুধবার এ বিষয়ে দুটি গেজেট প্রকাশ করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমকে চেয়ারম্যান করে আগামী তিন বছরের জন্য ১১ সদস্যের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, মেজর (অব.) কাইয়ুম খান, ইসতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, হাবিবুল আলম বীর প্রতীক এবং খ ম আমীর আলীকে জামুকার সদস্য করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক কাউন্সিলে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৯ সদস্যের নির্বাহী কমিটিতেও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টাকে সভাপতি করা হয়েছে। মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক, মনোয়ারুল ইসলাম, কর্নেল (অব.) মাহমুদুর রহমান চৌধুরী, মেজর (অব.) মিজানুর রহমানকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবেরা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্যসচিবের দায়িত্বে থাকবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত