নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেউ যদি নির্বাচন কমিশন ঘেরাও করতে আসে তাহলে কমিশনের কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে ঘেরাও করতে আসছে? তার ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব অসুবিধা নেই।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. আনিছুর রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। এখন যারা নির্বাচন করবেন তাদেরকে প্রস্তুতি নিতে হবে।
মো. আনিছুর রহমান বলেন, ‘যথা সময়ে নির্বাচনের তফসিল হয়ে যাবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আমরা যেমন চাপে থাকব, রাজনৈতিক দলগুলোও চাপে থাকবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমাদের কাজ করতে সহজ হয়।’
সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব সব দল নির্বাচনে আসুক।’
তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে এই ইসি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করতে হবে।
নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে, তাদের বিষয়ে আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব। তাদের (রাজনৈতিক দল) ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর সংলাপের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘বিএনপি আসলই না, আমাদের সঙ্গে বসলই না, কথাই বলল না।’ এ সময় রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন এই কমিশনার।
দলীয় সরকারের অধীনে কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো কাজে সরকারের পক্ষ থেকে বাধা পাইনি। এখন যেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও এভাবে কাজ করে যেতে পারব।’

কেউ যদি নির্বাচন কমিশন ঘেরাও করতে আসে তাহলে কমিশনের কোনো অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে ঘেরাও করতে আসছে? তার ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব অসুবিধা নেই।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. আনিছুর রহমান। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। এখন যারা নির্বাচন করবেন তাদেরকে প্রস্তুতি নিতে হবে।
মো. আনিছুর রহমান বলেন, ‘যথা সময়ে নির্বাচনের তফসিল হয়ে যাবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে আমরা যেমন চাপে থাকব, রাজনৈতিক দলগুলোও চাপে থাকবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমাদের কাজ করতে সহজ হয়।’
সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব সব দল নির্বাচনে আসুক।’
তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে এই ইসি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহ ধরে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করতে হবে।
নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে, তাদের বিষয়ে আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব। তাদের (রাজনৈতিক দল) ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর সংলাপের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘বিএনপি আসলই না, আমাদের সঙ্গে বসলই না, কথাই বলল না।’ এ সময় রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন এই কমিশনার।
দলীয় সরকারের অধীনে কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো কাজে সরকারের পক্ষ থেকে বাধা পাইনি। এখন যেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও এভাবে কাজ করে যেতে পারব।’

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে