নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণকে স্বাগত জানানো হলেও রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারত্বকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন না হওয়ায় নারী নেতৃত্ব তৈরি হচ্ছে না। ফলে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং সংসদের স্পিকার নারী হলেও তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসছে না।
আজ শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সঙ্গে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন। সভায় সংরক্ষিত নারী আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচনের দাবি জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বাংলাদেশের নারীর উন্নয়নে নারী আন্দোলন ও রাষ্ট্রের ভূমিকা আছে। আজকের সমাজকে ক্রমাগত নারীবিদ্বেষী করে তুলছে সাম্প্রদায়িক গোষ্ঠী, সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনে জনগণের ভোটে নির্বাচন হওয়া প্রয়োজন। রাজনীতিকে ক্ষমতার রাজনীতির সিন্ডিকেট থেকে মুক্ত করে রাজনীতির কেন্দ্রে মানুষকে ফিরিয়ে আনতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার রত্না, সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শিল্পী চক্রবর্তী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা জজ রোকেয়া বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. জেবুন্নাহার, সাংগঠনিক সম্পাদক দীপিকা সমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক লিপি বেগম প্রমুখ।
তারা বলেন, রাজনীতিতে অংশগ্রহণকালে একজন নারী বাধার সম্মুখীন হয় প্রথমে পরিবার থেকে তারপর সমাজে, রাজনীতিতে। নেতৃত্বে গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়। নারীর উন্নয়ন, চিন্তা চেতনার প্রতিফলন বর্তমান সরকারের কর্মকাণ্ডে অনেকটাই প্রতিফলিত হচ্ছে। নানান কারণে সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, তার বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীদের মনোনয়ন দিতে হবে, তাদের সিদ্ধান্ত গ্রহণের শক্ত অবস্থান থাকতে হবে।
বক্তারা কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও জোরদার করতে নির্বাচনে জেলাভিত্তিক মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদসহ সকল কমিটিতে নারীর অন্তর্ভুক্তি ও তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণকে স্বাগত জানানো হলেও রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারত্বকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন না হওয়ায় নারী নেতৃত্ব তৈরি হচ্ছে না। ফলে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং সংসদের স্পিকার নারী হলেও তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসছে না।
আজ শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সঙ্গে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন। সভায় সংরক্ষিত নারী আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচনের দাবি জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, বাংলাদেশের নারীর উন্নয়নে নারী আন্দোলন ও রাষ্ট্রের ভূমিকা আছে। আজকের সমাজকে ক্রমাগত নারীবিদ্বেষী করে তুলছে সাম্প্রদায়িক গোষ্ঠী, সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনে জনগণের ভোটে নির্বাচন হওয়া প্রয়োজন। রাজনীতিকে ক্ষমতার রাজনীতির সিন্ডিকেট থেকে মুক্ত করে রাজনীতির কেন্দ্রে মানুষকে ফিরিয়ে আনতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার রত্না, সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শিল্পী চক্রবর্তী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা জজ রোকেয়া বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. জেবুন্নাহার, সাংগঠনিক সম্পাদক দীপিকা সমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক লিপি বেগম প্রমুখ।
তারা বলেন, রাজনীতিতে অংশগ্রহণকালে একজন নারী বাধার সম্মুখীন হয় প্রথমে পরিবার থেকে তারপর সমাজে, রাজনীতিতে। নেতৃত্বে গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়। নারীর উন্নয়ন, চিন্তা চেতনার প্রতিফলন বর্তমান সরকারের কর্মকাণ্ডে অনেকটাই প্রতিফলিত হচ্ছে। নানান কারণে সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, তার বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীদের মনোনয়ন দিতে হবে, তাদের সিদ্ধান্ত গ্রহণের শক্ত অবস্থান থাকতে হবে।
বক্তারা কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও জোরদার করতে নির্বাচনে জেলাভিত্তিক মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদসহ সকল কমিটিতে নারীর অন্তর্ভুক্তি ও তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া তিনি সহকারী ইউএসটিআর জনাব ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। গোয়েন্দা সংস্থা বলছে, এসব অস্ত্র অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের একাধিক ঘটনায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫৩ জন প্রার্থীর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন...
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার
১০ ঘণ্টা আগে