নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের সংলাপ
আজকের পত্রিকা ডেস্ক

‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরেন তাঁরা। এর মধ্য দিয়ে অংশীজনদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় শুরু হলো।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে সংলাপে আরএফইডির পক্ষে সুপারিশ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর।
আরএফইডির সুপারিশগুলো হলো—
১. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে রাখা।
২. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সংখ্যা পাঁচজন থেকে কমিয়ে তিনজন করা।
৩. প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার একই পেশা থেকে একাধিক নিয়োগ না দেওয়া।
৪. নির্বাচনে আমলা নির্ভরতা কমাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সরকার নয়, এ পদে অবসরপ্রাপ্ত কোনো সরকারি-বেসরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের হাতে রাখা।
৫. জেলা প্রশাসকদের রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া।
৬. নির্বাচনকালীন সময়ে নির্বাচনে দায়িত্বপালন করা ইসি কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া।
৭. না ভোটের বিধান পুনরায় চালু করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে না ভোটের সংখ্যা বেশি হলে এবং ৫০ শতাংশের কম ভোট পড়লে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন আয়োজন করা।
৮. সব ধরনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করা। একাধিক প্রার্থী না থাকলে পুনরায় তফসিল ঘোষণা করা।
৯. প্রবাসী বাংলাদেশি ভোটার ও নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট পদ্ধতি সহজ করা।
১০. জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার পথ সহজ করতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের শর্ত বাতিল করা।
১১. মনোনয়ন বাণিজ্য কমাতে দল থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া বিধান বাতিল করা, নিবন্ধিত রাজনৈতিক দল থেকে একজন মাত্র প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করা।
১২. আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি আমাদের দেশের প্রেক্ষাপটে দুর্নীতি সহায়ক হবে বলে মনে করি। আর জনগণকে তাঁর পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাই এই মুহূর্তে নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই।
১৩. কোনো ভোটার কেন্দ্রে না গেলে তাঁর ভোটটি অন্য কেউ দিতে পারবে না, এটি নিশ্চত করার ব্যবস্থা। অর্থাৎ আমার ভোট আমি দেব, অন্যের ভোট আমি দিতে পারব না।
১৪. নির্বাচনী মাঠে গণমাধ্যম ও পর্যবেক্ষক সংস্থাকে অবাধে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও প্রচার করার সুযোগ দেওয়া, কেন্দ্রে অবাধে তাঁদের প্রবেশ করতে দেওয়া। এ ক্ষেত্রে পুলিশ একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই নির্বাচনের আগে নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ বিষয়ে অবহিত করার ব্যবস্থা করা। যাতে তাঁরা গণমাধ্যম ও পর্যবেক্ষকদের কাজে বাধা না দিয়ে সহযোগিতা করেন।
১৫. আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় বাংলাদেশ সশস্ত্রবাহিনীকে যুক্ত করা।
১৬. অনলাইন ও অফলাইন উভয়ভাবে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করা।
১৭. রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় বাস্তবতার সঙ্গে সংগতি রেখে হালনাগাদ করা।
১৮. রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আয়-ব্যয়ের মনিটরিং করার ব্যবস্থা করা। নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব শুধু জমা নয়। দলের দেওয়া তথ্য সঠিক কিনা তা যাচাইয়ের ব্যবস্থা করা।
১৯. স্থানীয় সরকারের সব নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে করা।
২০. স্থানীয় সরকারকে শক্তিশালী করতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই অন্তত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করার ব্যবস্থা করা।
২১. অতীতে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাকে ক্ষমতাসীন দলের দলীয়-কর্মীর ভূমিকায় দেখা গেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার ব্যবস্থা করা।
২২. নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নির্বাচন কমিশনের হাতে রাখা। প্রয়োজনে কমিশন এ বিষয়ে সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে নেবে।
২৩. নির্বাচন কমিশন সচিবালয়ে সরকারের কোনো কর্মকর্তাকে নিয়োগ না দেওয়া।
২৪. নতুন আইন বাতিল করে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখা।
২৫. অনিয়মের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং পরবর্তীতে ভোটগ্রহণ চালু করার পরিস্থিতি না থাকলে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ করে নির্বাচন কমিশনকে অবহিত করবেন। নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বন্ধ করায় ফলাফল নির্ধারণ করা না গেলে ওই কেন্দ্রে পুনরায় নতুনভাবে ভোটগ্রহণের নির্দেশনা দেবে।
২৬. নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ করে রিটার্নিং অফিসারকে অবহিত করবেন। যদি এমন হয় নির্ধারিত সময়ে পুনরায় ভোট চালু করা যাচ্ছে না, ভোটের সামগ্রী প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে বা দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এতে কেন্দ্রের ফলাফল নির্ধারণ করা যাবে না। সেই ক্ষেত্রে রিটার্নিং অফিসার অবিলম্বে কমিশনকে ঘটনা সম্পর্কে অবহিত করবেন।
২৭. কোনো ব্যক্তি নির্বাচনী কাজে অবহেলা, অবজ্ঞা বা অন্য কোনো উপায়ে কমিশনের আদেশ পালনে শৈথিল্য প্রকাশ করলে বা আদেশ পালনে ব্যর্থ হলে বা নির্বাচনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে এইরূপ কোনো আচরণ করলে কমিশন তাঁকে চিঠি দিয়ে তিরস্কার করতে পারবে। তিরস্কার করা ব্যক্তি পরবর্তী পাঁচ বছর পদোন্নতি পাবেন না। প্রজাতন্ত্রের কেন্দ্রীয় প্রশাসন বা মাঠ প্রশাসনের কোনো দপ্তরের প্রধান পদে কর্মরত থাকলে তাকে তাৎক্ষণিক ওই পদ থেকে প্রত্যাহার করতে হবে এবং তিরস্কার দেওয়ার দিন থেকে পাঁচ বছর শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো দপ্তরের প্রধান পদে পদায়ন করা যাবে না।
২৮. আরপিও সংস্কার করে ৯১ (ক) ভিন্নরূপ কোনো বিধান না থাকলে কমিশন-যদি সন্তুষ্ট হয় যে, নির্বাচনে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত ন্যায়সংগত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হবেন না, তা হলে যেকোনো ভোটকেন্দ্র [বা ক্ষেত্রমত, সম্পূর্ণ নির্বাচনী এলাকায়] নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট গ্রহণসহ নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে পারবে।
২৯. নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সব থেকে বেশি ব্যয় হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। তাই নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে সংশ্লিষ্ট এলাকার স্কুল, কলেজের স্কাউট করা ছাত্র-ছাত্রীদের নির্বাচনী কাজে যুক্ত করা।
৩০. দলগুলোর জোটের ক্ষেত্রে নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে।
৩১. ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো।
৩২. সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা।
৩৩. ভোটের আগে নির্বাচন বন্ধ বা প্রার্থিতা বাতিল ও ফেরতের বিষয়টি বিবেচনায় নেওয়া।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘দলীয় প্রতীক নিয়ে আমাদের অবস্থান এখনো চূড়ান্ত করিনি। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হোক, সেটা আমরা চাই না। এ জন্য স্থানীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে।’ তিনি বলেন, কেবল প্রবাসীরা নন, দেশে যাঁরা অক্ষম, নারী, কর্মস্থলের কারণে এলাকার বাইরে থাকা ব্যক্তিদের জন্যও ভোট দেওয়ার সুযোগ তাঁরা রাখতে চান।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য ২২টি দল ও জোটের কাছে কমিশন প্রস্তাব চাইছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, এর শরিক, জাতীয় পার্টিসহ অন্যান্য নিবন্ধিত দলের মতামত না চাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা নিয়ে তাঁরা আরেক দিন সংবাদ সম্মেলন করবেন। তিনি এ বিষয়ে সরকারের কাছে জানতে পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা অনেকের মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করছি সব দল-মতের ঊর্ধ্বে থেকে একটা সুপারিশ করতে। সরকার কমিশনগুলো গঠন করেছে। সরকার একটি কার্যপরিধি ও করণীয় নির্ধারণ করে দিয়েছে। অবশ্যই সরকারের অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এ সময় সংস্কার কমিশনের সদস্য ও ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান বলেন, ‘যারা আমাদের এত ভাইকে হত্যা করল, এত মানুষকে আহত করল, সে জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। আমাদের সেই ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে কী আমাদের আওয়ামী লীগের মতামত নেওয়া উচিত?’
বদিউল আলম মজুমদার বলেন, তাঁদের কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। তাঁরা কেবল আগামী নির্বাচনের কথা চিন্তা করছেন না। অতীতে অনেক অন্যায়, অপকর্ম হয়েছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, নির্বাচনী ব্যবস্থা যাতে কার্যকর হয়, তার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে দীর্ঘ মেয়াদে শক্ত হয়, সেই ব্যবস্থা তাঁরা করবেন। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম ত্রুটিপূর্ণ, দুর্বল যন্ত্র ছিল। এগুলো অকেজো হয়ে গেছে বোধ হয়। এটার জন্য রাজনৈতিক ঐক্য এবং আস্থাশীলতা দরকার। রাজনীতিবিদদেরই এ বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হবে।
আরএফইডির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধারাবাহিক সংলাপ শুরু হলো জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, বিভিন্ন মাধ্যমে মানুষের সাড়া পেয়ে তাঁরা উৎসাহিত হচ্ছেন। সবার মতামত নিয়ে তাঁরা সুচিন্তিত সুপারিশ করবেন।
সভায় আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমসহ অন্যরাও বক্তব্য রাখেন।

‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরেন তাঁরা। এর মধ্য দিয়ে অংশীজনদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় শুরু হলো।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সঙ্গে সংলাপে আরএফইডির পক্ষে সুপারিশ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর।
আরএফইডির সুপারিশগুলো হলো—
১. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে রাখা।
২. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সংখ্যা পাঁচজন থেকে কমিয়ে তিনজন করা।
৩. প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার একই পেশা থেকে একাধিক নিয়োগ না দেওয়া।
৪. নির্বাচনে আমলা নির্ভরতা কমাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সরকার নয়, এ পদে অবসরপ্রাপ্ত কোনো সরকারি-বেসরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের হাতে রাখা।
৫. জেলা প্রশাসকদের রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া।
৬. নির্বাচনকালীন সময়ে নির্বাচনে দায়িত্বপালন করা ইসি কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া।
৭. না ভোটের বিধান পুনরায় চালু করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে না ভোটের সংখ্যা বেশি হলে এবং ৫০ শতাংশের কম ভোট পড়লে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন আয়োজন করা।
৮. সব ধরনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করা। একাধিক প্রার্থী না থাকলে পুনরায় তফসিল ঘোষণা করা।
৯. প্রবাসী বাংলাদেশি ভোটার ও নির্বাচনী দায়িত্ব পালন করাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট পদ্ধতি সহজ করা।
১০. জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার পথ সহজ করতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের শর্ত বাতিল করা।
১১. মনোনয়ন বাণিজ্য কমাতে দল থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া বিধান বাতিল করা, নিবন্ধিত রাজনৈতিক দল থেকে একজন মাত্র প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করা।
১২. আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি আমাদের দেশের প্রেক্ষাপটে দুর্নীতি সহায়ক হবে বলে মনে করি। আর জনগণকে তাঁর পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাই এই মুহূর্তে নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই।
১৩. কোনো ভোটার কেন্দ্রে না গেলে তাঁর ভোটটি অন্য কেউ দিতে পারবে না, এটি নিশ্চত করার ব্যবস্থা। অর্থাৎ আমার ভোট আমি দেব, অন্যের ভোট আমি দিতে পারব না।
১৪. নির্বাচনী মাঠে গণমাধ্যম ও পর্যবেক্ষক সংস্থাকে অবাধে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও প্রচার করার সুযোগ দেওয়া, কেন্দ্রে অবাধে তাঁদের প্রবেশ করতে দেওয়া। এ ক্ষেত্রে পুলিশ একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই নির্বাচনের আগে নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ বিষয়ে অবহিত করার ব্যবস্থা করা। যাতে তাঁরা গণমাধ্যম ও পর্যবেক্ষকদের কাজে বাধা না দিয়ে সহযোগিতা করেন।
১৫. আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় বাংলাদেশ সশস্ত্রবাহিনীকে যুক্ত করা।
১৬. অনলাইন ও অফলাইন উভয়ভাবে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করা।
১৭. রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় বাস্তবতার সঙ্গে সংগতি রেখে হালনাগাদ করা।
১৮. রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আয়-ব্যয়ের মনিটরিং করার ব্যবস্থা করা। নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব শুধু জমা নয়। দলের দেওয়া তথ্য সঠিক কিনা তা যাচাইয়ের ব্যবস্থা করা।
১৯. স্থানীয় সরকারের সব নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে করা।
২০. স্থানীয় সরকারকে শক্তিশালী করতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই অন্তত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করার ব্যবস্থা করা।
২১. অতীতে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাকে ক্ষমতাসীন দলের দলীয়-কর্মীর ভূমিকায় দেখা গেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার ব্যবস্থা করা।
২২. নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নির্বাচন কমিশনের হাতে রাখা। প্রয়োজনে কমিশন এ বিষয়ে সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে নেবে।
২৩. নির্বাচন কমিশন সচিবালয়ে সরকারের কোনো কর্মকর্তাকে নিয়োগ না দেওয়া।
২৪. নতুন আইন বাতিল করে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখা।
২৫. অনিয়মের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং পরবর্তীতে ভোটগ্রহণ চালু করার পরিস্থিতি না থাকলে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ করে নির্বাচন কমিশনকে অবহিত করবেন। নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বন্ধ করায় ফলাফল নির্ধারণ করা না গেলে ওই কেন্দ্রে পুনরায় নতুনভাবে ভোটগ্রহণের নির্দেশনা দেবে।
২৬. নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ করে রিটার্নিং অফিসারকে অবহিত করবেন। যদি এমন হয় নির্ধারিত সময়ে পুনরায় ভোট চালু করা যাচ্ছে না, ভোটের সামগ্রী প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে বা দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এতে কেন্দ্রের ফলাফল নির্ধারণ করা যাবে না। সেই ক্ষেত্রে রিটার্নিং অফিসার অবিলম্বে কমিশনকে ঘটনা সম্পর্কে অবহিত করবেন।
২৭. কোনো ব্যক্তি নির্বাচনী কাজে অবহেলা, অবজ্ঞা বা অন্য কোনো উপায়ে কমিশনের আদেশ পালনে শৈথিল্য প্রকাশ করলে বা আদেশ পালনে ব্যর্থ হলে বা নির্বাচনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে এইরূপ কোনো আচরণ করলে কমিশন তাঁকে চিঠি দিয়ে তিরস্কার করতে পারবে। তিরস্কার করা ব্যক্তি পরবর্তী পাঁচ বছর পদোন্নতি পাবেন না। প্রজাতন্ত্রের কেন্দ্রীয় প্রশাসন বা মাঠ প্রশাসনের কোনো দপ্তরের প্রধান পদে কর্মরত থাকলে তাকে তাৎক্ষণিক ওই পদ থেকে প্রত্যাহার করতে হবে এবং তিরস্কার দেওয়ার দিন থেকে পাঁচ বছর শেষ না হওয়া পর্যন্ত তাকে কোনো দপ্তরের প্রধান পদে পদায়ন করা যাবে না।
২৮. আরপিও সংস্কার করে ৯১ (ক) ভিন্নরূপ কোনো বিধান না থাকলে কমিশন-যদি সন্তুষ্ট হয় যে, নির্বাচনে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত ন্যায়সংগত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হবেন না, তা হলে যেকোনো ভোটকেন্দ্র [বা ক্ষেত্রমত, সম্পূর্ণ নির্বাচনী এলাকায়] নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট গ্রহণসহ নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে পারবে।
২৯. নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সব থেকে বেশি ব্যয় হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। তাই নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে সংশ্লিষ্ট এলাকার স্কুল, কলেজের স্কাউট করা ছাত্র-ছাত্রীদের নির্বাচনী কাজে যুক্ত করা।
৩০. দলগুলোর জোটের ক্ষেত্রে নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে।
৩১. ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো।
৩২. সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা।
৩৩. ভোটের আগে নির্বাচন বন্ধ বা প্রার্থিতা বাতিল ও ফেরতের বিষয়টি বিবেচনায় নেওয়া।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘দলীয় প্রতীক নিয়ে আমাদের অবস্থান এখনো চূড়ান্ত করিনি। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হোক, সেটা আমরা চাই না। এ জন্য স্থানীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে।’ তিনি বলেন, কেবল প্রবাসীরা নন, দেশে যাঁরা অক্ষম, নারী, কর্মস্থলের কারণে এলাকার বাইরে থাকা ব্যক্তিদের জন্যও ভোট দেওয়ার সুযোগ তাঁরা রাখতে চান।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য ২২টি দল ও জোটের কাছে কমিশন প্রস্তাব চাইছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, এর শরিক, জাতীয় পার্টিসহ অন্যান্য নিবন্ধিত দলের মতামত না চাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা নিয়ে তাঁরা আরেক দিন সংবাদ সম্মেলন করবেন। তিনি এ বিষয়ে সরকারের কাছে জানতে পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা অনেকের মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করছি সব দল-মতের ঊর্ধ্বে থেকে একটা সুপারিশ করতে। সরকার কমিশনগুলো গঠন করেছে। সরকার একটি কার্যপরিধি ও করণীয় নির্ধারণ করে দিয়েছে। অবশ্যই সরকারের অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এ সময় সংস্কার কমিশনের সদস্য ও ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান বলেন, ‘যারা আমাদের এত ভাইকে হত্যা করল, এত মানুষকে আহত করল, সে জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। আমাদের সেই ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে কী আমাদের আওয়ামী লীগের মতামত নেওয়া উচিত?’
বদিউল আলম মজুমদার বলেন, তাঁদের কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। তাঁরা কেবল আগামী নির্বাচনের কথা চিন্তা করছেন না। অতীতে অনেক অন্যায়, অপকর্ম হয়েছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, নির্বাচনী ব্যবস্থা যাতে কার্যকর হয়, তার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে দীর্ঘ মেয়াদে শক্ত হয়, সেই ব্যবস্থা তাঁরা করবেন। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম ত্রুটিপূর্ণ, দুর্বল যন্ত্র ছিল। এগুলো অকেজো হয়ে গেছে বোধ হয়। এটার জন্য রাজনৈতিক ঐক্য এবং আস্থাশীলতা দরকার। রাজনীতিবিদদেরই এ বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হবে।
আরএফইডির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধারাবাহিক সংলাপ শুরু হলো জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, বিভিন্ন মাধ্যমে মানুষের সাড়া পেয়ে তাঁরা উৎসাহিত হচ্ছেন। সবার মতামত নিয়ে তাঁরা সুচিন্তিত সুপারিশ করবেন।
সভায় আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমসহ অন্যরাও বক্তব্য রাখেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৬এর ২(এ) বিধি অনুযায়ী ওই ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে
৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দেশের ব্যবসায়ী সমাজ নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে।
পাকিস্তানি হাইকমিশনার জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে পড়ার বিষয়ে অনেক শিক্ষার্থী আগ্রহ দেখাচ্ছেন।
লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য বাংলাদেশি রোগীদের পাকিস্তানে যাওয়ার হার বাড়ছে উল্লেখ করে ইমরান হায়দার বলেন, পাকিস্তান এ-সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের সুযোগ দিতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং সরাসরি জনযোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
হাইকমিশনার ইমরান হায়দারের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে প্রধান উপদেষ্টার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-বিষয়ক (এসডিজি) সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দেশের ব্যবসায়ী সমাজ নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে।
পাকিস্তানি হাইকমিশনার জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে পড়ার বিষয়ে অনেক শিক্ষার্থী আগ্রহ দেখাচ্ছেন।
লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য বাংলাদেশি রোগীদের পাকিস্তানে যাওয়ার হার বাড়ছে উল্লেখ করে ইমরান হায়দার বলেন, পাকিস্তান এ-সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের সুযোগ দিতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং সরাসরি জনযোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
হাইকমিশনার ইমরান হায়দারের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে প্রধান উপদেষ্টার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-বিষয়ক (এসডিজি) সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১৬ নভেম্বর ২০২৪
ঘন কুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৬এর ২(এ) বিধি অনুযায়ী ওই ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে
৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘন কুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বিআইডব্লিউটিএর জারি করা এক বিশেষ নৌ চলাচল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রাপথে রয়েছে, সেসবসহ অন্য সব নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল বিধিমালা, ১৯৭৬ অনুসরণ করে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় চার যাত্রী নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন।

ঘন কুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বিআইডব্লিউটিএর জারি করা এক বিশেষ নৌ চলাচল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রাপথে রয়েছে, সেসবসহ অন্য সব নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল বিধিমালা, ১৯৭৬ অনুসরণ করে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় চার যাত্রী নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন।

‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে
১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৬এর ২(এ) বিধি অনুযায়ী ওই ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে
৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪১তম বিসিএস ব্যাচে নিয়োগ পাওয়া ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা এএসপিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৬এর ২(এ) বিধি অনুযায়ী ওই ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বিধিতে বলা আছে, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কেউ সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সরাসরি নিয়োগ অবসান করতে পারবে সরকার।

৪১তম বিসিএস ব্যাচে নিয়োগ পাওয়া ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা এএসপিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৬এর ২(এ) বিধি অনুযায়ী ওই ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বিধিতে বলা আছে, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কেউ সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সরাসরি নিয়োগ অবসান করতে পারবে সরকার।

‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে
৩ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বিকেলে সাংবাদিকদের এই বিবৃতির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাঁর মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশ সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।’
বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সেটার অপব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, কিছু মহলে বাছাই করা ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকে দেওয়ার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, তিনি ছিলেন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজির সময় তাঁর মুসলিম সহযোগীর সঙ্গে থাকা অবস্থায় তাঁর দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে, যাঁকে পরে গ্রেপ্তার করা হয়। এই অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর।
বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ন করে।
আরও পড়ুন:

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বিকেলে সাংবাদিকদের এই বিবৃতির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাঁর মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশ সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।’
বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সেটার অপব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, কিছু মহলে বাছাই করা ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকে দেওয়ার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, তিনি ছিলেন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজির সময় তাঁর মুসলিম সহযোগীর সঙ্গে থাকা অবস্থায় তাঁর দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে, যাঁকে পরে গ্রেপ্তার করা হয়। এই অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর।
বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ন করে।
আরও পড়ুন:

‘না’ ভোটের বিধান চালু করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছেন নির্বাচন বিটের সাংবাদিকেরা। আজ শনিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সংলাপে তাঁদের সংগঠন আরএফইডির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কারে মোট ৩৩টি সুপারিশ তুলে ধরা হয়।
১৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে আজ রোববার (২৮ ডিসেম্বর) রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৬এর ২(এ) বিধি অনুযায়ী ওই ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে