
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘দমনমূলক পরিবেশ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্লিমেন্ট নিয়ালেৎসোসি ভোল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গত শুক্রবার পরপর তিনটি পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, টোগোর নাগরিক ক্লিমেন্ট নিয়ালেৎসোসি ভোল শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ২০১৮ সালের এপ্রিল থেকে কাজ করছেন। এর আগে তিনি জেনেভাভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটসে (আইএসএইচআর) অ্যাডভোকেসি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টোগো শাখার মহাসচিবও ছিলেন।
শুক্রবার এক্সের পোস্টে ক্লিমেন্ট নিয়ালেৎসোসি ভোল লিখেছেন, ‘রাজনৈতিক নেতা-কর্মী ও নাগরিক সমাজের নেতাদের ওপর দমনপীড়ন বন্ধের ব্যাপারে আমাদের বারবার আহ্বান উপেক্ষা করে (বাংলাদেশের) কর্তৃপক্ষ আসন্ন নির্বাচন ঘিরে দমনমূলক পরিবেশ সৃষ্টি করেছে। এ নিয়ে আমি গভীরভাবে মর্মাহত।’
ক্লিমেন্ট আরও লেখেন, ‘ভিন্নমত দমনের অংশ হিসেবে বিরোধী নেতা-কর্মী, বিক্ষোভকারী ও নাগরিক সমাজের নেতাদের ওপর পুলিশের মাধ্যমে অতিরিক্ত বলপ্রয়োগ, সহিংসতা ও মামলা থেকে সংযত থাকতে এর আগে আমি আহ্বান জানিয়েছিলাম।’ এই পোস্টের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত একটি লিঙ্ক শেয়ার করেছেন, যেখানে ‘মানবাধিকার পরিস্থিতির অবনতি ঠেকাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের পর্যালোচনাকে সুযোগ হিসেবে গ্রহণের’ বিষয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের আহ্বান-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রয়েছে। বিজ্ঞপ্তিটি গত ১৪ নভেম্বর জাতিসংঘ ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তৃতীয় পোস্টে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত লিখেছেন, নির্বাচনের আগে-পরে ও নির্বাচনের সময় শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়দায়িত্ব কর্তৃপক্ষের রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘দমনমূলক পরিবেশ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্লিমেন্ট নিয়ালেৎসোসি ভোল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গত শুক্রবার পরপর তিনটি পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, টোগোর নাগরিক ক্লিমেন্ট নিয়ালেৎসোসি ভোল শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ২০১৮ সালের এপ্রিল থেকে কাজ করছেন। এর আগে তিনি জেনেভাভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটসে (আইএসএইচআর) অ্যাডভোকেসি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টোগো শাখার মহাসচিবও ছিলেন।
শুক্রবার এক্সের পোস্টে ক্লিমেন্ট নিয়ালেৎসোসি ভোল লিখেছেন, ‘রাজনৈতিক নেতা-কর্মী ও নাগরিক সমাজের নেতাদের ওপর দমনপীড়ন বন্ধের ব্যাপারে আমাদের বারবার আহ্বান উপেক্ষা করে (বাংলাদেশের) কর্তৃপক্ষ আসন্ন নির্বাচন ঘিরে দমনমূলক পরিবেশ সৃষ্টি করেছে। এ নিয়ে আমি গভীরভাবে মর্মাহত।’
ক্লিমেন্ট আরও লেখেন, ‘ভিন্নমত দমনের অংশ হিসেবে বিরোধী নেতা-কর্মী, বিক্ষোভকারী ও নাগরিক সমাজের নেতাদের ওপর পুলিশের মাধ্যমে অতিরিক্ত বলপ্রয়োগ, সহিংসতা ও মামলা থেকে সংযত থাকতে এর আগে আমি আহ্বান জানিয়েছিলাম।’ এই পোস্টের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত একটি লিঙ্ক শেয়ার করেছেন, যেখানে ‘মানবাধিকার পরিস্থিতির অবনতি ঠেকাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের পর্যালোচনাকে সুযোগ হিসেবে গ্রহণের’ বিষয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের আহ্বান-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রয়েছে। বিজ্ঞপ্তিটি গত ১৪ নভেম্বর জাতিসংঘ ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
তৃতীয় পোস্টে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত লিখেছেন, নির্বাচনের আগে-পরে ও নির্বাচনের সময় শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়দায়িত্ব কর্তৃপক্ষের রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
৭ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৮ ঘণ্টা আগে