কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম ইউরোপের ২৭ দেশের সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানায়।
ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাঁর উদ্ধৃতি দিয়ে বলেছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দিতে ইইউ প্রস্তুত আছে।
বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়ন সহায়তা থেকে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারত্বের রূপান্তরিত হচ্ছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাপে এ বিষয়টিতে জোর দেন প্যাম্পালোনি।
পররাষ্ট্রসচিব রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য নেওয়া সরকারের উদ্যোগগুলোর বিষয়ে প্রতিনিধিদলটিকে অবহিত করেন। তিনি ইইউর সঙ্গে দীর্ঘ মেয়াদে সম্ভাব্য সকল পর্যায়ে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে সরকারের আগ্রহের কথা জানান।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ–ইইউ যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকা সফর করছে। এ বৈঠকে ইইউ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ, অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সহায়তা ও এখানে শ্রম খাতে সংস্কারসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
ইইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ও সহযোগিতা বিষয়ক একটি রাজনৈতিক আলোচনায়ও পাওলা প্যাম্পালোনি যোগ দেবেন। অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলাম এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম ইউরোপের ২৭ দেশের সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানায়।
ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাঁর উদ্ধৃতি দিয়ে বলেছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দিতে ইইউ প্রস্তুত আছে।
বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক উন্নয়ন সহায়তা থেকে ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারত্বের রূপান্তরিত হচ্ছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাপে এ বিষয়টিতে জোর দেন প্যাম্পালোনি।
পররাষ্ট্রসচিব রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য নেওয়া সরকারের উদ্যোগগুলোর বিষয়ে প্রতিনিধিদলটিকে অবহিত করেন। তিনি ইইউর সঙ্গে দীর্ঘ মেয়াদে সম্ভাব্য সকল পর্যায়ে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে সরকারের আগ্রহের কথা জানান।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ–ইইউ যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকা সফর করছে। এ বৈঠকে ইইউ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ, অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সহায়তা ও এখানে শ্রম খাতে সংস্কারসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
ইইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব ও সহযোগিতা বিষয়ক একটি রাজনৈতিক আলোচনায়ও পাওলা প্যাম্পালোনি যোগ দেবেন। অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলাম এ আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মনোয়ার মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নিয়মিত রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা। কিন্তু সেই সীমা অতিক্রম করে একটি দীর্ঘমেয়াদি, বহুমাত্রিক ও উচ্চ ঝুঁকিপূর্ণ জ্বালানি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমূলক পরামর্শ প্রক্রিয়া...
৯ মিনিট আগে
মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি চলছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে