Ajker Patrika

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭১
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি তল্লাশি করা হয়। ছবি: আইএসপিআর

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে আট দিনে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারিসহ ২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৫ থেকে ১২ জুন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার (১২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯১টি গুলি, ১৮ রাউন্ড শটগানের কার্তুজ, ২১ রাউন্ড খালি খোসা, ৩৮টি ককটেল বোমা, বিভিন্ন ধরনের মাদক, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

অভিযানে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলোর সঙ্গে যৌথভাবে অংশ নেয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। অভিযান ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক-মালিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বেতন-বোনাস নিশ্চিত করতেও সেনা টহল দল কাজ করছে। এ ছাড়া ঈদুল আজহাকে সামনে রেখে অস্থায়ী পশুর হাটে নিরাপত্তা ও নজরদারি, ঈদযাত্রায় যান চলাচলে স্বাচ্ছন্দ্য ও টিকিট কালোবাজারি রোধেও কাজ করছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন অভিযান চলমান থাকবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত