আজকের পত্রিকা ডেস্ক

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, আইইবির নির্বাহী কমিটি হিসেবে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে তদমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হলো। এই কমিটির কোনো পদ যাতে কেউ দখল করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় তাঁকে সহযোগিতা করেন আইনজীবী প্রিন্স আল মাসুদ, তাওফীক ফাহমী ও এমানুল হক চৌধুরী।
এর আগে গত ১২ নভেম্বর প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রউফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর গত ১৯ নভেম্বর বিবাদীদের প্রতি পাঁচ কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলের জন্য কারণ দর্শানোর আদেশ দেন বিচারক।
মামলার বিবাদীরা হলেন—প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রিজু), খান মনজুর মোরশেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এ. টি. এম তানভীরুল উল হাসান (তমাল), মো. সাব্বির মোস্তফা খান, মোহাম্মদ মাহবুব আলম, মো. নুর আমিন, সাব্বির আহমেদ ওসমানী, আহসানুল রাসেল, মো. হেলাল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুল ইসলাম, কে এম আসাদুজ্জামান ও আলমগীর হাসিন আহমেদ।
বাদী আরজিতে উল্লেখ করেন, মামলার বিবাদীরা পরস্পর যোগসাজশে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এইবি) ব্যানারে গত ২৩ অক্টোবর দৈনিক কালবেলা পত্রিকায় ২,৬ এবং ১৫ নম্বর বিবাদীর স্বাক্ষরে একটি একদিনের বিজ্ঞপ্তি প্রচার করে। গত ২৪ অক্টোবর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সাধারণ সভা অনুষ্ঠিত হবে মর্মে উল্লেখ করে অত্র ১৪ জনের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটি ঘোষণা করে, যা বেআইনি এবং গঠনতন্ত্র পরিপন্থী।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, আইইবির নির্বাহী কমিটি হিসেবে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে তদমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হলো। এই কমিটির কোনো পদ যাতে কেউ দখল করতে না পারে, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় তাঁকে সহযোগিতা করেন আইনজীবী প্রিন্স আল মাসুদ, তাওফীক ফাহমী ও এমানুল হক চৌধুরী।
এর আগে গত ১২ নভেম্বর প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রউফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর গত ১৯ নভেম্বর বিবাদীদের প্রতি পাঁচ কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলের জন্য কারণ দর্শানোর আদেশ দেন বিচারক।
মামলার বিবাদীরা হলেন—প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রিজু), খান মনজুর মোরশেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, এ. টি. এম তানভীরুল উল হাসান (তমাল), মো. সাব্বির মোস্তফা খান, মোহাম্মদ মাহবুব আলম, মো. নুর আমিন, সাব্বির আহমেদ ওসমানী, আহসানুল রাসেল, মো. হেলাল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুল ইসলাম, কে এম আসাদুজ্জামান ও আলমগীর হাসিন আহমেদ।
বাদী আরজিতে উল্লেখ করেন, মামলার বিবাদীরা পরস্পর যোগসাজশে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এইবি) ব্যানারে গত ২৩ অক্টোবর দৈনিক কালবেলা পত্রিকায় ২,৬ এবং ১৫ নম্বর বিবাদীর স্বাক্ষরে একটি একদিনের বিজ্ঞপ্তি প্রচার করে। গত ২৪ অক্টোবর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সাধারণ সভা অনুষ্ঠিত হবে মর্মে উল্লেখ করে অত্র ১৪ জনের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটি ঘোষণা করে, যা বেআইনি এবং গঠনতন্ত্র পরিপন্থী।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
৫ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৭ ঘণ্টা আগে