নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা গ্রহণের জটিলতা কিছুটা কেটেছে। তাঁরা এখন নিবন্ধন করার পর এসএমএস না পেলেও টিকা নিতে পারবেন। সঙ্গে শুধু টিকা কার্ড ও চিকিৎসকের প্রেসক্রিপশন থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, নিবন্ধন করলেও এসএমএস ছাড়াই টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েরা। গর্ভবতী নারীর ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শপত্র সঙ্গে আনতে হবে।
তিনি বলেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধীরা সমাজ কল্যাণ অধিদপ্তরের দেওয়া সুবর্ণ কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের গণ টিকার ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে শামসুল হক বলেন, প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। সঙ্গে করে ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে হবে। এরই মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদানও চলবে।
মজুত বৃদ্ধিতে নতুন করে গণ টিকা শুরু হবে কি-না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, যে টিকা আছে আমরা আগে দ্বিতীয় ডোজ দিয়ে নিই। সামনে টিকার সরবরাহ বাড়লে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তবে অবশ্যই জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।

গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা গ্রহণের জটিলতা কিছুটা কেটেছে। তাঁরা এখন নিবন্ধন করার পর এসএমএস না পেলেও টিকা নিতে পারবেন। সঙ্গে শুধু টিকা কার্ড ও চিকিৎসকের প্রেসক্রিপশন থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, নিবন্ধন করলেও এসএমএস ছাড়াই টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েরা। গর্ভবতী নারীর ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শপত্র সঙ্গে আনতে হবে।
তিনি বলেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধীরা সমাজ কল্যাণ অধিদপ্তরের দেওয়া সুবর্ণ কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের গণ টিকার ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে শামসুল হক বলেন, প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। সঙ্গে করে ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে হবে। এরই মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদানও চলবে।
মজুত বৃদ্ধিতে নতুন করে গণ টিকা শুরু হবে কি-না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, যে টিকা আছে আমরা আগে দ্বিতীয় ডোজ দিয়ে নিই। সামনে টিকার সরবরাহ বাড়লে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তবে অবশ্যই জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর ২৭ দশমিক ১৯ শতাংশই কোটিপতি। ৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ শতকোটি টাকার বেশি।
৩ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলাদা ইনস্টিটিউট হতে হবে। এটা মন্ত্রণালয়ের অধীনে হলে চলবে না। এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে, যা পৃথিবীতে এ-সম্পর্কিত যত সংস্থা আছে, সবকটির সঙ্গে
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের আকাশসীমায় সিলেট থেকে লন্ডনগামী বিমানের ফ্লাইটে যাত্রী অসুস্থ হলেও সেখানে জরুরি অবতরণ করেননি পাইলট। প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় ফিরে অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। গত ৩১ ডিসেম্বরের এ ঘটনায় তদন্তের মুখে পড়েছেন ওই ফ্লাইটের পাইলট।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। গতকাল বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোয় মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ১২৮ জন এবং রাজশাহী-৫, কিশোরগঞ্জ-৫ ও নোয়াখালী-৫ আসনের বৈধ প্রার্থীর বি
৯ ঘণ্টা আগে