নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশকে আজ যে পর্যায়ে নিয়ে গেছ, সেটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার যারা নায়িকা, তাদের আমি মনেপ্রাণে ধন্যবাদ জানাই।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
ড. ইউনূস নারী শিক্ষার্থীদের নিজেদের ও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ দেন এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা ও বিভিন্ন দাবির কথা শোনেন। তিনি বলেন, ‘আজ অনেক উচ্ছ্বাসের দিন, ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন। উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। উচ্ছ্বাস-ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে, থাকবে। যখনই দরকার, তখন প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার, ততটুকু প্রকাশ করব।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে যেটা হয়ে গেল, এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু রকমের অভ্যুত্থান; কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকমের তোমাদের নিজেদের হাতে গড়া। এখানে কোনো বড় নেতা এসে উদ্বুদ্ধ করে নাই যে কর্মসূচি দিতে হবে। তোমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছ। মেয়ে বলে আলাদাভাবে কেউ ডাকেনি, তোমরা নিজেরাই এগিয়ে গেছ।’
দেশ বদলের প্রতিজ্ঞা নারীদের না ভোলার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘যে ভূমিকা নিয়েছেন, তা পূরণ করতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হবে।’ তরুণীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারো। শুধু পুরোনোদের পাল্লায় পড়ে যেয়ো না। তোমরা পুরোনোদের কথা শুনতে শুরু করলে শেষ। পুরোনো কথার ফাঁদে পা দিয়ো না। কারণ, ওদের শক্তির চেয়েও তোমাদের শক্তি বেশি।’ নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের শক্তির সঙ্গে বোঝাপড়া করো যে কীভাবে তা কাজে লাগতে পারবে। শক্তির সন্ধান না পেলে অপরজনকে জিজ্ঞেস করবে, দেখবে সবাই পেয়ে যাবে।’
সংখ্যালঘু সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ৮৮ মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ ও অপূর্ব জাহাঙ্গীর।
সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘এ নিয়ে পুলিশের পক্ষ থেকে একটি প্রতিবেদন পেয়েছি। তারা বলছে, ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছে। এর পরের ঘটনায়ও মামলা করা হয়েছে। সে তালিকা পুলিশ করছে। আগামীকাল (বুধবার) নাগাদ সেটা পাওয়া যাবে, সেটার ওপর নির্ভর করে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি দেব। এতে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সন্দেহভাজন ও যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। রাজনৈতিক পরিচয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে। সে ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’
সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন অভিযোগের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে।’
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশকে আজ যে পর্যায়ে নিয়ে গেছ, সেটা ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার যারা নায়িকা, তাদের আমি মনেপ্রাণে ধন্যবাদ জানাই।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
ড. ইউনূস নারী শিক্ষার্থীদের নিজেদের ও দেশের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ দেন এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা ও বিভিন্ন দাবির কথা শোনেন। তিনি বলেন, ‘আজ অনেক উচ্ছ্বাসের দিন, ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন। উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। উচ্ছ্বাস-ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে, থাকবে। যখনই দরকার, তখন প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার, ততটুকু প্রকাশ করব।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে যেটা হয়ে গেল, এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বহু রকমের অভ্যুত্থান; কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকমের তোমাদের নিজেদের হাতে গড়া। এখানে কোনো বড় নেতা এসে উদ্বুদ্ধ করে নাই যে কর্মসূচি দিতে হবে। তোমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছ। মেয়ে বলে আলাদাভাবে কেউ ডাকেনি, তোমরা নিজেরাই এগিয়ে গেছ।’
দেশ বদলের প্রতিজ্ঞা নারীদের না ভোলার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘যে ভূমিকা নিয়েছেন, তা পূরণ করতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হবে।’ তরুণীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারো। শুধু পুরোনোদের পাল্লায় পড়ে যেয়ো না। তোমরা পুরোনোদের কথা শুনতে শুরু করলে শেষ। পুরোনো কথার ফাঁদে পা দিয়ো না। কারণ, ওদের শক্তির চেয়েও তোমাদের শক্তি বেশি।’ নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের শক্তির সঙ্গে বোঝাপড়া করো যে কীভাবে তা কাজে লাগতে পারবে। শক্তির সন্ধান না পেলে অপরজনকে জিজ্ঞেস করবে, দেখবে সবাই পেয়ে যাবে।’
সংখ্যালঘু সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ৮৮ মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ ও অপূর্ব জাহাঙ্গীর।
সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রেস সচিব বলেন, ‘এ নিয়ে পুলিশের পক্ষ থেকে একটি প্রতিবেদন পেয়েছি। তারা বলছে, ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছে। এর পরের ঘটনায়ও মামলা করা হয়েছে। সে তালিকা পুলিশ করছে। আগামীকাল (বুধবার) নাগাদ সেটা পাওয়া যাবে, সেটার ওপর নির্ভর করে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি দেব। এতে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সন্দেহভাজন ও যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। রাজনৈতিক পরিচয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে। সে ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’
সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন অভিযোগের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে।’
এই ভূখণ্ডের গণ-অভ্যুত্থানের প্রথম নায়ক আসাদের সমাধি কোথায়—এই প্রশ্নের উত্তর হয়তো এখন অনেকেই জানেন না। নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে অযত্ন আর অবহেলায় পড়ে আছে আসাদের কবর। এই গ্রামেই ১৯৪২ সালের ১০ জুন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি।
৪ ঘণ্টা আগেবাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগেওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপস্থি
৫ ঘণ্টা আগেসাম্প্রতিক নানা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের সব মত ও পথের মানুষের একটা মিলনবিন্দু। তবে এখন তাঁর আশঙ্কা, দেশে আবার তথাকথিত মৌলবাদী ও সেক্যুলার বিভক্তি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এই পরি
৬ ঘণ্টা আগে