নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ উপলক্ষে ১৫ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শিথিলের পরিপ্রেক্ষিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি দরখাস্ত, আপিল, রিভিশন, বিবিধ মামলাসহ সব ধরনের শুনানি গ্রহণ (সাক্ষ্যগ্রহণ ব্যতীত) ও নিষ্পত্তি করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন (দেওয়ানি ও ফৌজদারি) আদালত ও ট্রাইব্যুনালে মামলা করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণবিষয়ক মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
এ ছাড়া শারীরিক উপস্থিতি বজায় রেখে আত্মসমর্পণের আবেদন দাখিল করা যাবে। আদালতের কার্যসূচি এমনভাবে করতে হবে যেন জনসমাগম না ঘটে। আত্মসমর্পণের ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে শুনানির সময় আত্মসমর্পণকারী ব্যক্তি বা আসামি ও তাঁর নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না। জামিন শুনানির সময় কোনো আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির করা যাবে না। রিমান্ড শুনানিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কারাগারে লিংক পাঠিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।

ঈদ উপলক্ষে ১৫ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শিথিলের পরিপ্রেক্ষিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি দরখাস্ত, আপিল, রিভিশন, বিবিধ মামলাসহ সব ধরনের শুনানি গ্রহণ (সাক্ষ্যগ্রহণ ব্যতীত) ও নিষ্পত্তি করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন (দেওয়ানি ও ফৌজদারি) আদালত ও ট্রাইব্যুনালে মামলা করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণবিষয়ক মামলার শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
এ ছাড়া শারীরিক উপস্থিতি বজায় রেখে আত্মসমর্পণের আবেদন দাখিল করা যাবে। আদালতের কার্যসূচি এমনভাবে করতে হবে যেন জনসমাগম না ঘটে। আত্মসমর্পণের ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে শুনানির সময় আত্মসমর্পণকারী ব্যক্তি বা আসামি ও তাঁর নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না। জামিন শুনানির সময় কোনো আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির করা যাবে না। রিমান্ড শুনানিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কারাগারে লিংক পাঠিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।

বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২০ মিনিট আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
৪২ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
২ ঘণ্টা আগে