Ajker Patrika

সড়ক ও মহাসড়কে নছিমন–করিমন বন্ধে ৭ দিন সময় দিয়ে নোটিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২৪, ২২: ০৯
সড়ক ও মহাসড়কে নছিমন–করিমন বন্ধে ৭ দিন সময় দিয়ে নোটিশ 

সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য ৭ দিনের সময় দিয়ে কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ আজ বুধবার এই নোটিশ পাঠান।

সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন এবং ভটভটি চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করে। পরে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার সড়ক-মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন হাইকোর্ট।

হাইওয়ে পুলিশের ডিআইজি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে তিন মাস পর পর প্রতিবেদন দিতে বলেন আদালত।

মনজিল মোরসেদ বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে, মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি পরিচালনা করা হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করছে। সেই পরিপ্রেক্ষিতে ডাকযোগে যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাটের পুলিশ সুপার এবং হাইওয়ে পুলিশের ডিআইজিকে নোটিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত