নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন।
তলবের পরিপ্রেক্ষিতে আজ আদালতে হাজির হয়ে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান নিঃশর্ত ক্ষমা চান। এ সময় হাইকোর্ট তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আদালতের আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে। মেয়রকে বরখাস্তের স্থগিতাদেশ তো আগেই পেয়েছেন। তাহলে ব্যাংকে চিঠি দিয়ে হুমকি দিলেন কেন? এগুলো ভালো লক্ষণ না। আপনি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা, হুমকি দেওয়া না।’
এ সময় কাজী ফিরোজ হাসান বলেন, ছয় মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পাওয়ায় ব্যাংকে নোটিশ দিয়েছিলেন। আদালত বলেন, তার জন্য তো আপনিই দায়ী। চার-পাঁচ মাস ধরে ক্ষমতা দখল করে আছেন। আপনি কি মেয়র? আপনার কথায় ব্যাংক টাকা দেবে? আপনার কারণে কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। সেই সঙ্গে মেয়র তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন।
জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাজকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। পরে সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তাজকিন আহমেদ। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষ আবেদন করলেও ১৪ জুন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এদিকে হাইকোর্টের স্থগিতাদেশের পর তাজকিন আহমেদ দায়িত্ব বুঝে নিতে গেলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান তাঁকে লাঞ্ছিত করেন। পরে তিনি হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১ জুন কাজী ফিরোজ হাসানকে ৬ জুনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন। এরপরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বিষয়টি নজরে আনলে ১২ জুন আদালত তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব পালন করে যেতে মৌখিক আদেশ দেন।
মেয়রের আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের পর প্যানেল মেয়রের সঙ্গে সিটি ব্যাংক শাখা পৌরসভার লেনদেনে অপারগতা প্রকাশ করে। তখন প্যানেল মেয়র সাতক্ষীরায় সিটি ব্যাংকের ট্রেড লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে কারণ দর্শাতে নোটিশ দেন। নোটিশ পেয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ রিটে পক্ষভুক্ত হন। পরে হাইকোর্ট কাজী ফিরোজ হাসানকে তলব করেন। নির্দেশ অনুযায়ী আজ প্যানেল মেয়র হাজির হয়ে ক্ষমা চান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চ এ নির্দেশ দেন।
তলবের পরিপ্রেক্ষিতে আজ আদালতে হাজির হয়ে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান নিঃশর্ত ক্ষমা চান। এ সময় হাইকোর্ট তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আদালতের আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে। মেয়রকে বরখাস্তের স্থগিতাদেশ তো আগেই পেয়েছেন। তাহলে ব্যাংকে চিঠি দিয়ে হুমকি দিলেন কেন? এগুলো ভালো লক্ষণ না। আপনি জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা, হুমকি দেওয়া না।’
এ সময় কাজী ফিরোজ হাসান বলেন, ছয় মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পাওয়ায় ব্যাংকে নোটিশ দিয়েছিলেন। আদালত বলেন, তার জন্য তো আপনিই দায়ী। চার-পাঁচ মাস ধরে ক্ষমতা দখল করে আছেন। আপনি কি মেয়র? আপনার কথায় ব্যাংক টাকা দেবে? আপনার কারণে কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন। সেই সঙ্গে মেয়র তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন।
জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাজকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। পরে সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তাজকিন আহমেদ। ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষ আবেদন করলেও ১৪ জুন চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এদিকে হাইকোর্টের স্থগিতাদেশের পর তাজকিন আহমেদ দায়িত্ব বুঝে নিতে গেলে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান তাঁকে লাঞ্ছিত করেন। পরে তিনি হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১ জুন কাজী ফিরোজ হাসানকে ৬ জুনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেন। এরপরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বিষয়টি নজরে আনলে ১২ জুন আদালত তাজকিন আহমেদকে পৌরসভার দায়িত্ব পালন করে যেতে মৌখিক আদেশ দেন।
মেয়রের আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের পর প্যানেল মেয়রের সঙ্গে সিটি ব্যাংক শাখা পৌরসভার লেনদেনে অপারগতা প্রকাশ করে। তখন প্যানেল মেয়র সাতক্ষীরায় সিটি ব্যাংকের ট্রেড লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে কারণ দর্শাতে নোটিশ দেন। নোটিশ পেয়ে সিটি ব্যাংক কর্তৃপক্ষ রিটে পক্ষভুক্ত হন। পরে হাইকোর্ট কাজী ফিরোজ হাসানকে তলব করেন। নির্দেশ অনুযায়ী আজ প্যানেল মেয়র হাজির হয়ে ক্ষমা চান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩ ঘণ্টা আগে