নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন তাঁরা।
সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালের ৫ মে রাজধানী রমনা থানায় মামলা করে সংস্থাটি।
২০০৯ সালে শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী জামিন পেয়ে মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৯ সালে শামীম ইস্কান্দরের আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বাতিলের আবেদন করেন। আপিল বিভাগ ২০২২ সালের ১২ জুন আবেদন খারিজ করে দেন। পরে মামলাটির কার্যক্রম আবার বিচারিক আদালতে শুরু হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলায় অব্যাহতি পেলেন তাঁরা।
সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালের ৫ মে রাজধানী রমনা থানায় মামলা করে সংস্থাটি।
২০০৯ সালে শামীম ইস্কান্দর ও তাঁর স্ত্রী জামিন পেয়ে মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৯ সালে শামীম ইস্কান্দরের আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বাতিলের আবেদন করেন। আপিল বিভাগ ২০২২ সালের ১২ জুন আবেদন খারিজ করে দেন। পরে মামলাটির কার্যক্রম আবার বিচারিক আদালতে শুরু হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে