
বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং বিগত সরকারের আমলে বিপুল অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি বেশ খানিকটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত আগস্ট মাসের ৫ তারিখে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের সঙ্গে আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ঢাকায় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। নতুন সরকার গঠনের পর এই বৈঠক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনাসংক্রান্ত বৈঠক।
ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হবে। মার্কিন প্রতিনিধিদলে দেশটি ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসের কর্মকর্তারা থাকবেন।
আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী মার্কিন ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী যে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও বর্ধিত সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বাড়িয়ে তোলার পরিকল্পনা করেছে। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ আর্থিক খাতের সংস্কারকে গভীরতর করে আর্থিক স্থায়িত্বের উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায়।’
একসময়ের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের ধাক্কার কারণে বেশ টালমাটাল। এই ধাক্কা সামলাতে দেশ ২০২২ সালে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণসহায়তা চায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া, মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিনিয়োগকারীরা গত মাসে ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, এরই মধ্যে আন্তর্জাতিক ক্রেতারা দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের কাছে ক্রয়াদেশ স্থানান্তর করেছে। এদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, যার মধ্যে ট্রেড ইউনিয়নকে অপরাধী মুক্তকরণ উল্লেখযোগ্য। ড. ইউনূসও পোশাক উৎপাদনকারীদের আরও ক্রয়াদেশ পাওয়ার জন্য শ্রম নীতিমালা সংস্কারের আহ্বান জানিয়েছেন।

বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং বিগত সরকারের আমলে বিপুল অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি বেশ খানিকটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত আগস্ট মাসের ৫ তারিখে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের সঙ্গে আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ঢাকায় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। নতুন সরকার গঠনের পর এই বৈঠক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনাসংক্রান্ত বৈঠক।
ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হবে। মার্কিন প্রতিনিধিদলে দেশটি ট্রেজারি বিভাগের এবং স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসের কর্মকর্তারা থাকবেন।
আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারী মার্কিন ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী যে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও বর্ধিত সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বাড়িয়ে তোলার পরিকল্পনা করেছে। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ আর্থিক খাতের সংস্কারকে গভীরতর করে আর্থিক স্থায়িত্বের উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায়।’
একসময়ের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের ধাক্কার কারণে বেশ টালমাটাল। এই ধাক্কা সামলাতে দেশ ২০২২ সালে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণসহায়তা চায়। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া, মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিনিয়োগকারীরা গত মাসে ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, এরই মধ্যে আন্তর্জাতিক ক্রেতারা দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের কাছে ক্রয়াদেশ স্থানান্তর করেছে। এদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, যার মধ্যে ট্রেড ইউনিয়নকে অপরাধী মুক্তকরণ উল্লেখযোগ্য। ড. ইউনূসও পোশাক উৎপাদনকারীদের আরও ক্রয়াদেশ পাওয়ার জন্য শ্রম নীতিমালা সংস্কারের আহ্বান জানিয়েছেন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৯ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১০ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ ঘণ্টা আগে