নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ১০ ডিসেম্বর ষষ্ঠ জাতীয় মানবাধিকার কমিশন দায়িত্ব নেয়। এরপর থেকে গত ১ মাস ১৪ দিন অর্থাৎ মোট ৪৪ দিনে এই কমিশন মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ১৯০টি অভিযোগ পেয়েছে। এই সময়ে কমিশনের পক্ষ থেকে দুটি জেলায় কারাগার ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে।
আজ মঙ্গলবার ‘মানবাধিকার সুরক্ষায় গণমানুষের প্রত্যাশা: গণমাধ্যম ও জাতীয় মানবাধিকার কমিশনের সমন্বিত প্রয়াশ’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলায় ৯৫ বার সময় নিয়েও তদন্ত শেষ করতে পারে না আমাদের সংস্থা। এখানে মানবাধিকার কমিশন কী করেছে। মানবাধিকার কমিশন সুপারিশ করল। কিন্তু সুপারিশের ফলোআপ হলো না। তাহলে মানুষ কমিশনের ওপর আস্থা রাখবে কী করে?’
বক্তারা জানান, অধ্যাপক মিজানুর রহমানের নেতৃত্বাধীন প্রথম মানবাধিকার কমিশনের কিছু কার্যক্রম মানুষের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু এরপরের কমিশনগুলোর কার্যক্রম সেভাবে দেখা যায়নি।
সিনিয়র সাংবাদিক জ ই মামুন বলেন, ‘যার যত ক্ষমতা তার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি। ক্ষমতাবানদের বাইরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেই। আমরা আশা করব, কমিশন এই ক্ষমতাবানদের ভয় পাবে না। অন্য কমিশনের মতো মানবাধিকার কমিশনকেও যেন মানুষ নখদন্তহীন প্রতিষ্ঠান মনে না করে। আমাদের প্রত্যাশা থাকবে মানবাধিকার কমিশন যেন উদাহরণ সৃষ্টি করতে পারে।’
নতুন কমিশনের কার্যক্রম উল্লেখ করে জাতীয় মানবধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইনের আলোকে কমিশন স্বপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে পারে। এ পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হওয়ায় সঙ্গে সঙ্গে কমিশন সেই স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় ও পদক্ষেপ গ্রহণ করে।’
সম্প্রতি ‘ডায়ালাইসিসের খরচ জোগানো একমাত্র ছেলেটি কারাগারে, দিশেহারা মা’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে কমিশন ভুক্তভোগী ছেলেটিকে আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করেছে এবং মামলায় তাঁকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
ডায়ালাইসিসের মতো চিকিৎসা সহায়তার গুরুত্ব বিচারে এর মূল্যবৃদ্ধি বিষয়ে যথাযথ সরকারি দপ্তরের দৃষ্টিআকর্ষণ করার পর মূল্য বৃদ্ধি স্থগিত করা হয়। গাজীপুরে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মানবাধিকার কমিশন।
সভায় জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত রাঙ্গুনিয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক; নিরাপদ সড়কেরদাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএসএমএমইউতে ভালো কিডনি অপসারণে রোগীর মৃত্যুসহ এ ধরনের অনেক ঘটনা কমিশন স্বপ্রণোদিত হয়ে আমলে নিয়েছে এবং সরকারি কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করেছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা নাই। আবার সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে ভালো গণমাধ্যম পাওয়া যায় না। সারা বিশ্বে মাত্র ১৩ ভাগ মানুষ সংবাদপত্রের স্বাধীনতা ভোগ করে।’
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কামাল উদ্দিন আহমদ, প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

গত ১০ ডিসেম্বর ষষ্ঠ জাতীয় মানবাধিকার কমিশন দায়িত্ব নেয়। এরপর থেকে গত ১ মাস ১৪ দিন অর্থাৎ মোট ৪৪ দিনে এই কমিশন মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ১৯০টি অভিযোগ পেয়েছে। এই সময়ে কমিশনের পক্ষ থেকে দুটি জেলায় কারাগার ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে।
আজ মঙ্গলবার ‘মানবাধিকার সুরক্ষায় গণমানুষের প্রত্যাশা: গণমাধ্যম ও জাতীয় মানবাধিকার কমিশনের সমন্বিত প্রয়াশ’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলায় ৯৫ বার সময় নিয়েও তদন্ত শেষ করতে পারে না আমাদের সংস্থা। এখানে মানবাধিকার কমিশন কী করেছে। মানবাধিকার কমিশন সুপারিশ করল। কিন্তু সুপারিশের ফলোআপ হলো না। তাহলে মানুষ কমিশনের ওপর আস্থা রাখবে কী করে?’
বক্তারা জানান, অধ্যাপক মিজানুর রহমানের নেতৃত্বাধীন প্রথম মানবাধিকার কমিশনের কিছু কার্যক্রম মানুষের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু এরপরের কমিশনগুলোর কার্যক্রম সেভাবে দেখা যায়নি।
সিনিয়র সাংবাদিক জ ই মামুন বলেন, ‘যার যত ক্ষমতা তার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি। ক্ষমতাবানদের বাইরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেই। আমরা আশা করব, কমিশন এই ক্ষমতাবানদের ভয় পাবে না। অন্য কমিশনের মতো মানবাধিকার কমিশনকেও যেন মানুষ নখদন্তহীন প্রতিষ্ঠান মনে না করে। আমাদের প্রত্যাশা থাকবে মানবাধিকার কমিশন যেন উদাহরণ সৃষ্টি করতে পারে।’
নতুন কমিশনের কার্যক্রম উল্লেখ করে জাতীয় মানবধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইনের আলোকে কমিশন স্বপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে পারে। এ পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হওয়ায় সঙ্গে সঙ্গে কমিশন সেই স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় ও পদক্ষেপ গ্রহণ করে।’
সম্প্রতি ‘ডায়ালাইসিসের খরচ জোগানো একমাত্র ছেলেটি কারাগারে, দিশেহারা মা’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে কমিশন ভুক্তভোগী ছেলেটিকে আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করেছে এবং মামলায় তাঁকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
ডায়ালাইসিসের মতো চিকিৎসা সহায়তার গুরুত্ব বিচারে এর মূল্যবৃদ্ধি বিষয়ে যথাযথ সরকারি দপ্তরের দৃষ্টিআকর্ষণ করার পর মূল্য বৃদ্ধি স্থগিত করা হয়। গাজীপুরে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মানবাধিকার কমিশন।
সভায় জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত রাঙ্গুনিয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক; নিরাপদ সড়কেরদাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএসএমএমইউতে ভালো কিডনি অপসারণে রোগীর মৃত্যুসহ এ ধরনের অনেক ঘটনা কমিশন স্বপ্রণোদিত হয়ে আমলে নিয়েছে এবং সরকারি কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করেছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা নাই। আবার সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে ভালো গণমাধ্যম পাওয়া যায় না। সারা বিশ্বে মাত্র ১৩ ভাগ মানুষ সংবাদপত্রের স্বাধীনতা ভোগ করে।’
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কামাল উদ্দিন আহমদ, প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

একটি কমিশনের একটি জাতীয় নির্বাচন আয়োজন করারই সুযোগ থাকে। দুইবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে যেতে দুই ক্যাটাগরির ভিসায় এখন থেকে বাংলাদেশিদের ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে। আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাস নিজেদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে যাঁরা যুক্তরাষ্ট্রে যাবেন, তাঁদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের অনুমতি দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ চার সপ্তাহের জন্য ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন।
১ ঘণ্টা আগে
অপতথ্য ও বিদেশি প্রযুক্তির অপব্যবহারকে ইরানে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির মূল কারণ হিসেবে দায়ী করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেটসহ অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইরানজুড়ে পরিকল্পিতভাবে গুজব ও বিভ্রান্তি ছড়ানো
১ ঘণ্টা আগে