নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করতে ফাউন্ডেশন তৈরি করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে, তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা কার্যকর হচ্ছে। আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে যারা সাহায্য করতে আগ্রহী, তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই কাজগুলো করব।’
আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী নেত্রীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় এ বৈঠক চলে। বৈঠক শেষে দুপুর ১টার দিকে সাংবাদিকদের এ বিষয়ে জানান তিনি। বৈঠকে ৩০ জনের মতো নারী নেত্রী, অন্য নারী উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নারী সমন্বয়কও উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চিকিৎসা ও পুনর্বাসন সবকিছু করা হবে। যেহেতু ফাউন্ডেশন করতে সময় লাগছে, তাই একটা দাবি উঠেছে অন্তর্বর্তীকালীন একটা কিছুর ব্যবস্থা করার। যাদের চিকিৎসার টাকার প্রয়োজন আছে, যাতে তাড়াতাড়ি করে টাকা পেতে পারে।’
নারী নেত্রীদের মতামত নেওয়ার জন্য বৈঠক হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের যে এজেন্ডা আছে তা ঠিক করব। প্রধান উপদেষ্টা নারী নেত্রীদের একসঙ্গে বসার অনুরোধ করেছেন। সেখানে সরকারের কাজ করতে সুবিধা হয় এমন কিছু প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন।
নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে, বৈঠকে নারী অধিকার কমিশন (উইমেন্স রাইট) গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। তিনি বলেন, ‘তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশন রয়েছে। যেগুলো দলীয় সরকারের সময় চাপে পড়ে দায়িত্ব প্রতিপালন করতে পারেনি। সেখানে স্বাধীনতা নিশ্চিতে করণীয় আলোচনা হয়েছে।’
মহিলাবিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা হয়েছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মন্ত্রণালয়টি আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। সেটা ছাড়াও তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত-৪৫টি মন্ত্রণালয়ের তদারকির ভূমিকা। সেই কাজটা তারা ঠিকমতো করছে না।’
নারীর প্রতি বৈষম্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন আন্তর্জাতিক ও জাতীয়ভাবে আছে। সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের স্পষ্ট অবস্থান নেওয়া। যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য অবস্থান নেওয়া। পারিবারিক, অভিভাবকত্বে ও নাগরিকত্বের ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন আছে, সেখানে বৈষম্যকে অ্যাড্রেস করেছে। সেখানে বাংলাদেশের কোথাও কোথাও রিজারভেশন আছে। সেটা উইথড্রো করার দাবি এসেছে। সিডর রিজারভেশন উইথড্রো করার পাশাপাশি আইএলও ১৯০ ও আরও আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন দিয়ে দেওয়া।’
নারীর প্রতি সহিংসতা করা হলেও বিচার হয় না, এ মানসিকতা থেকে সরে আসতে হলে নারী ক্ষমতায়ন করলে হবে না, সমাজে নারীবান্ধব পরিবেশ আনতে হবে বলে বৈঠকে মতামত এসেছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘কল্পনা চাকমা, তনু, মুনিয়া এবং নুসরাতের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়ার কারণটা বের করা। দায়ী ব্যক্তিরা যতই শক্তিশালী হোক, তাদের বিচারের মুখোমুখি করার জন্য বৈঠকের সবাই দাবি জানিয়েছেন।’
বিচার বিভাগ সংস্কার কমিশনের মাধ্যমে করার পরামর্শ বৈঠকে এসেছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যে ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরোনো ভুলগুলো পুনরায় যাতে না হয়। শিল্পকলা একাডেমিতে শিল্পকলা বোঝেন এমন লোকদের নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে কুকি চীন ইস্যুতে বম জনগোষ্ঠীর ওপর নির্যাতন হচ্ছে দাবি করে তা বন্ধের আহ্বান করা হয়েছে।’
দলীয় সরকারকে যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হতে হয়, সেই বিষয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করতে ফাউন্ডেশন তৈরি করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে, তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা কার্যকর হচ্ছে। আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে যারা সাহায্য করতে আগ্রহী, তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই কাজগুলো করব।’
আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী নেত্রীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।
বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় এ বৈঠক চলে। বৈঠক শেষে দুপুর ১টার দিকে সাংবাদিকদের এ বিষয়ে জানান তিনি। বৈঠকে ৩০ জনের মতো নারী নেত্রী, অন্য নারী উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নারী সমন্বয়কও উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চিকিৎসা ও পুনর্বাসন সবকিছু করা হবে। যেহেতু ফাউন্ডেশন করতে সময় লাগছে, তাই একটা দাবি উঠেছে অন্তর্বর্তীকালীন একটা কিছুর ব্যবস্থা করার। যাদের চিকিৎসার টাকার প্রয়োজন আছে, যাতে তাড়াতাড়ি করে টাকা পেতে পারে।’
নারী নেত্রীদের মতামত নেওয়ার জন্য বৈঠক হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের যে এজেন্ডা আছে তা ঠিক করব। প্রধান উপদেষ্টা নারী নেত্রীদের একসঙ্গে বসার অনুরোধ করেছেন। সেখানে সরকারের কাজ করতে সুবিধা হয় এমন কিছু প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন।
নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে, বৈঠকে নারী অধিকার কমিশন (উইমেন্স রাইট) গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। তিনি বলেন, ‘তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশন রয়েছে। যেগুলো দলীয় সরকারের সময় চাপে পড়ে দায়িত্ব প্রতিপালন করতে পারেনি। সেখানে স্বাধীনতা নিশ্চিতে করণীয় আলোচনা হয়েছে।’
মহিলাবিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা হয়েছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মন্ত্রণালয়টি আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। সেটা ছাড়াও তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত-৪৫টি মন্ত্রণালয়ের তদারকির ভূমিকা। সেই কাজটা তারা ঠিকমতো করছে না।’
নারীর প্রতি বৈষম্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন আন্তর্জাতিক ও জাতীয়ভাবে আছে। সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের স্পষ্ট অবস্থান নেওয়া। যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য অবস্থান নেওয়া। পারিবারিক, অভিভাবকত্বে ও নাগরিকত্বের ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন আছে, সেখানে বৈষম্যকে অ্যাড্রেস করেছে। সেখানে বাংলাদেশের কোথাও কোথাও রিজারভেশন আছে। সেটা উইথড্রো করার দাবি এসেছে। সিডর রিজারভেশন উইথড্রো করার পাশাপাশি আইএলও ১৯০ ও আরও আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন দিয়ে দেওয়া।’
নারীর প্রতি সহিংসতা করা হলেও বিচার হয় না, এ মানসিকতা থেকে সরে আসতে হলে নারী ক্ষমতায়ন করলে হবে না, সমাজে নারীবান্ধব পরিবেশ আনতে হবে বলে বৈঠকে মতামত এসেছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘কল্পনা চাকমা, তনু, মুনিয়া এবং নুসরাতের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়ার কারণটা বের করা। দায়ী ব্যক্তিরা যতই শক্তিশালী হোক, তাদের বিচারের মুখোমুখি করার জন্য বৈঠকের সবাই দাবি জানিয়েছেন।’
বিচার বিভাগ সংস্কার কমিশনের মাধ্যমে করার পরামর্শ বৈঠকে এসেছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘যে ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরোনো ভুলগুলো পুনরায় যাতে না হয়। শিল্পকলা একাডেমিতে শিল্পকলা বোঝেন এমন লোকদের নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে কুকি চীন ইস্যুতে বম জনগোষ্ঠীর ওপর নির্যাতন হচ্ছে দাবি করে তা বন্ধের আহ্বান করা হয়েছে।’
দলীয় সরকারকে যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হতে হয়, সেই বিষয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৮ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে