Ajker Patrika

ঢাকায় বায়ুদূষণ: ৭ দিনের মধ্যে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার বায়ুদূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২০ সালে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতেও বলা হয়েছে। এ ছাড়া এই বিষয়ে আগামী ২৬ জানুয়ারি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১৯ সালে রিট করেছিল। ওই রিটের পরিপ্রেক্ষিতে বায়ুদূষণ রোধে কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এ ছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেন। পরে আদালত ৯ দফা নির্দেশনাও জারি করেন।

মনজিল মোরসেদ আরও বলেন, আদালতের নির্দেশনা সঠিকভাবে পালন না করায় সম্প্রতি ঢাকা শহর বায়ু দূষণের দিক থেকে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। গণমাধ্যমের এ-সংক্রান্ত প্রতিবেদন নজরে আসলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন চেয়ে আবেদন করা হয়। আদালত বর্তমানের বায়ুদূষণের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। এ ছাড়া সাত দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...