ডয়চে ভেলে

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চগড়ে আহমদিয়াদের উপর হামলা হয়েছে৷ এতে আহত ১৬ বছর বয়সি শাহরিয়ারের বাবা ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছেন৷ সরকারের এক সিদ্ধান্তের কারণে তার মনে এমন শঙ্কা জন্ম নিয়েছে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ অক্টোবর এক বিবৃতিতে বলেছে, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জুলাই-বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোয় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না৷ বিবৃতিতে বলা হয়, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার নতুন যাত্রা শুরু হয়৷ ছাত্র ও জনগণ এটিকে সফল করার জন্য আন্দোলনের ভিত্তিতে সক্রিয়ভাবে এর জন্য কাজ করেছে; ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলা গণঅভ্যুত্থানের ঘটনায় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না৷’
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের সদস্য মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন জানান, প্রায় ৫০০ মানুষ লাঠি ও হাতুড়ি নিয়ে আহমদিয়াদের বাড়িতে হামলা করে৷
‘দুই ঘণ্টা ধরে নৈরাজ্য চলতে থাকে৷ অনেকে মসজিদে আশ্রয় নিয়েছিলেন, বাকিরা ঝোঁপঝাড়ে বা প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন,’ বলে এএফপিকে জানান তিনি৷
শাহরিয়ারের বাবা আব্দুল জানান, ৫ আগস্ট হামলাকারীরা তার ১৬ বছর বয়সি ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন৷ এরপর থেকে শাহরিয়ার ঢাকার এক হাসপাতালে কোমায় আছেন৷
‘আমার সন্তান এখনও চোখে মেলেনি বা কথা বলেনি,’ এএফপিকে জানান আব্দুল৷ আশঙ্কার কারণে তিনি তার পুরো নাম জানাননি৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে আব্দুলের মনে শঙ্কা জেগেছে যে, তার ছেলের উপর হামলার জন্য দায়ীদের বিচার করা হবে না৷
হামলা, সহিংসতা
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়েছিল৷ পুলিশ তখন লুকিয়ে ছিল, কারণ, বিক্ষোভকারীদের উপর হামলার জন্য তাদের দায়ী করা হয়৷ শেখ হাসিনার পতনের আগে ৭০০-র বেশি জন নিহত হন৷
সাবেক সরকারের সমর্থকদের বিরুদ্ধেও সহিংসতা হয়েছে৷ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অন্তত ৪৬ পুলিশ সদস্য নিহত হন৷ এছাড়া আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়েছে, ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ধর্মীয় ঘৃণা ও লোভ থেকেও কিছু সহিংসতা হয়েছে৷
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, ৫ থেকে ৮ আগস্টের মধ্যে শিশুসহ অন্তত ৩১৮ জন মারা গেছেন৷
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, ৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত ধর্ষণ ও হত্যাসহ ২,০১০টি ঘটনা ঘটেছে৷
৫ আগস্ট ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলার সময়ও হত্যার ঘটনা ঘটেছে৷ সুকুমার বিশ্বাস নামের এক মুচি জানান, তিনি ঐ ভবনের সামনে ‘চারটি পোড়া দেহ’ দেখেছেন৷ আকারে ছোট হওয়ায় ‘এর মধ্যে তিনটি শিশুর দেহ’ ছিল বলে মনে করছেন তিনি৷
নাম প্রকাশে অনিচ্ছুক হিন্দু সম্প্রদায়ের এক নারী জানান, ৫ আগস্ট তিনি ধর্ষণের শিকার হয়েছেন৷ এইসময় তার স্বামী তাদের তিন সন্তান নিয়ে লুকিয়ে ছিলেন বলেও জানান তিনি৷
‘আমরা ভয়ে বিচার চাইনি,’ বলেন ওই নারী৷
প্রতিক্রিয়া
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নির্মল রোজারিও বলেন, ‘সবার বিচার হতে হবে৷ সরকার যদি সুশাসন নিশ্চিত করতে চায়, তাহলে তাদের উচিত প্রতিটি মামলার তদন্ত করা এবং অপরাধীদের বিচার করা৷’
মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘সহিংসতার অপরাধে জড়িত কাউকে মুক্তি দিতে’ দায়মুক্তির আদেশ ব্যবহার না করা গুরুত্বপূর্ণ৷’’ এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷
সারা হোসেন বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা কিংবা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিশোধের কোনোটিই ‘বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত কাজ হিসেবে বিবেচিত হতে পারে না’৷

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চগড়ে আহমদিয়াদের উপর হামলা হয়েছে৷ এতে আহত ১৬ বছর বয়সি শাহরিয়ারের বাবা ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছেন৷ সরকারের এক সিদ্ধান্তের কারণে তার মনে এমন শঙ্কা জন্ম নিয়েছে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ অক্টোবর এক বিবৃতিতে বলেছে, ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জুলাই-বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোয় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না৷ বিবৃতিতে বলা হয়, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার নতুন যাত্রা শুরু হয়৷ ছাত্র ও জনগণ এটিকে সফল করার জন্য আন্দোলনের ভিত্তিতে সক্রিয়ভাবে এর জন্য কাজ করেছে; ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলা গণঅভ্যুত্থানের ঘটনায় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না৷’
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের সদস্য মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন জানান, প্রায় ৫০০ মানুষ লাঠি ও হাতুড়ি নিয়ে আহমদিয়াদের বাড়িতে হামলা করে৷
‘দুই ঘণ্টা ধরে নৈরাজ্য চলতে থাকে৷ অনেকে মসজিদে আশ্রয় নিয়েছিলেন, বাকিরা ঝোঁপঝাড়ে বা প্রতিবেশীর বাড়িতে লুকিয়েছিলেন,’ বলে এএফপিকে জানান তিনি৷
শাহরিয়ারের বাবা আব্দুল জানান, ৫ আগস্ট হামলাকারীরা তার ১৬ বছর বয়সি ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন৷ এরপর থেকে শাহরিয়ার ঢাকার এক হাসপাতালে কোমায় আছেন৷
‘আমার সন্তান এখনও চোখে মেলেনি বা কথা বলেনি,’ এএফপিকে জানান আব্দুল৷ আশঙ্কার কারণে তিনি তার পুরো নাম জানাননি৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে আব্দুলের মনে শঙ্কা জেগেছে যে, তার ছেলের উপর হামলার জন্য দায়ীদের বিচার করা হবে না৷
হামলা, সহিংসতা
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়েছিল৷ পুলিশ তখন লুকিয়ে ছিল, কারণ, বিক্ষোভকারীদের উপর হামলার জন্য তাদের দায়ী করা হয়৷ শেখ হাসিনার পতনের আগে ৭০০-র বেশি জন নিহত হন৷
সাবেক সরকারের সমর্থকদের বিরুদ্ধেও সহিংসতা হয়েছে৷ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অন্তত ৪৬ পুলিশ সদস্য নিহত হন৷ এছাড়া আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়েছে, ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ধর্মীয় ঘৃণা ও লোভ থেকেও কিছু সহিংসতা হয়েছে৷
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, ৫ থেকে ৮ আগস্টের মধ্যে শিশুসহ অন্তত ৩১৮ জন মারা গেছেন৷
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, ৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত ধর্ষণ ও হত্যাসহ ২,০১০টি ঘটনা ঘটেছে৷
৫ আগস্ট ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলার সময়ও হত্যার ঘটনা ঘটেছে৷ সুকুমার বিশ্বাস নামের এক মুচি জানান, তিনি ঐ ভবনের সামনে ‘চারটি পোড়া দেহ’ দেখেছেন৷ আকারে ছোট হওয়ায় ‘এর মধ্যে তিনটি শিশুর দেহ’ ছিল বলে মনে করছেন তিনি৷
নাম প্রকাশে অনিচ্ছুক হিন্দু সম্প্রদায়ের এক নারী জানান, ৫ আগস্ট তিনি ধর্ষণের শিকার হয়েছেন৷ এইসময় তার স্বামী তাদের তিন সন্তান নিয়ে লুকিয়ে ছিলেন বলেও জানান তিনি৷
‘আমরা ভয়ে বিচার চাইনি,’ বলেন ওই নারী৷
প্রতিক্রিয়া
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নির্মল রোজারিও বলেন, ‘সবার বিচার হতে হবে৷ সরকার যদি সুশাসন নিশ্চিত করতে চায়, তাহলে তাদের উচিত প্রতিটি মামলার তদন্ত করা এবং অপরাধীদের বিচার করা৷’
মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘সহিংসতার অপরাধে জড়িত কাউকে মুক্তি দিতে’ দায়মুক্তির আদেশ ব্যবহার না করা গুরুত্বপূর্ণ৷’’ এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷
সারা হোসেন বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা কিংবা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিশোধের কোনোটিই ‘বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত কাজ হিসেবে বিবেচিত হতে পারে না’৷

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৭ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে