নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার দুপুর বারোটায় শাহবাগে পঞ্চাশ গজের মধ্যে ত্রিমুখী চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেনাবাহিনী ও পুলিশ।
ধানমন্ডির ন্যাশনাল ব্যাংক থেকে কাজ শেষ করে বন্ধুকে নিয়ে রিকশায় কাকরাইল যাচ্ছিলেন ব্যবসায়ী খায়রুল হুদা। শাহবাগে র্যাবের চেকপোস্ট আটকানো হয় তাঁকে। রিকশায় একে তো ছিলেন দুজন আবার বাইরে বের হওয়ার কারণও যৌক্তিক মনে হয়নি র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর। খায়রুল হুদাকে গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
স্টাফের ফোনে অফিসে চুরির খবর পেয়ে আরেক সহকর্মীর সঙ্গে ফকিরাপুল যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকেও গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাঁদেরই মূলত জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবেন উল্লেখ করে তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত একশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে দুই হাজার আট শ টাকা জরিমানা করা হয়েছে।
রাস্তার আরেক পাশেই দেখা গেল শাহবাগ পুলিশের চেকপোস্ট। এম এ হানিফ নামের এক মোটরসাইকেল যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিফের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হাসপাতালের নষ্ট মেশিনারিজ মেরামতের কাজ করেন। ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে সে কারণেই যাচ্ছিলেন। কিন্তু রমনার এডিসি হারুনুর রশিদের কাছে যৌক্তিক কারণ মনে না হওয়ায় তাঁকে আটকানো হয়েছে।
এডিসি হারুনুর রশিদ বলেন, সরকারের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকায় এর আগেও বেশ কয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা অকারণে বের হচ্ছেন তাদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাহবাগে রাস্তার আরেক প্রান্তে মেজর হাসান চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। একের পর এক গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে হাসান চৌধুরী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। অকারণে বের হওয়া যাবে না। নিজের পরিবারের কথা চিন্তা করেই সতর্ক থাকতে হবে।
এদিকে সকাল এগারোটায় রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত-নিউ মার্কেট এলাকায় নেই মানুষের কোলাহল। মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষজনের আনাগোনা আগের তুলনায় কম। নেই গাড়ির জট। অলস সময় পার করছেন নিউ মার্কেট ট্রাফিক জোনের কনস্টেবল মো. খোরশেদ আলম। তিনি বলেন, গাড়ি না থাকলেও রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আমাদের থাকতে হয়।
নিউ মার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট মাহবুব আলম বলেন, মার্কেট বন্ধ থাকায় নিউমার্কেট এলাকায় তেমন লোকজন নেই। তবে, ঢাকা সিটি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
একটু এগিয়ে যেতেই ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় সেখানে পুলিশ চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন সচিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। অকারণে ঘোরাফেরা করায় দুটি ব্যক্তিগত গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল যাত্রীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার দুপুর বারোটায় শাহবাগে পঞ্চাশ গজের মধ্যে ত্রিমুখী চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেনাবাহিনী ও পুলিশ।
ধানমন্ডির ন্যাশনাল ব্যাংক থেকে কাজ শেষ করে বন্ধুকে নিয়ে রিকশায় কাকরাইল যাচ্ছিলেন ব্যবসায়ী খায়রুল হুদা। শাহবাগে র্যাবের চেকপোস্ট আটকানো হয় তাঁকে। রিকশায় একে তো ছিলেন দুজন আবার বাইরে বের হওয়ার কারণও যৌক্তিক মনে হয়নি র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর। খায়রুল হুদাকে গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
স্টাফের ফোনে অফিসে চুরির খবর পেয়ে আরেক সহকর্মীর সঙ্গে ফকিরাপুল যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকেও গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাঁদেরই মূলত জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবেন উল্লেখ করে তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত একশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে দুই হাজার আট শ টাকা জরিমানা করা হয়েছে।
রাস্তার আরেক পাশেই দেখা গেল শাহবাগ পুলিশের চেকপোস্ট। এম এ হানিফ নামের এক মোটরসাইকেল যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিফের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হাসপাতালের নষ্ট মেশিনারিজ মেরামতের কাজ করেন। ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে সে কারণেই যাচ্ছিলেন। কিন্তু রমনার এডিসি হারুনুর রশিদের কাছে যৌক্তিক কারণ মনে না হওয়ায় তাঁকে আটকানো হয়েছে।
এডিসি হারুনুর রশিদ বলেন, সরকারের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকায় এর আগেও বেশ কয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা অকারণে বের হচ্ছেন তাদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাহবাগে রাস্তার আরেক প্রান্তে মেজর হাসান চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। একের পর এক গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে হাসান চৌধুরী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। অকারণে বের হওয়া যাবে না। নিজের পরিবারের কথা চিন্তা করেই সতর্ক থাকতে হবে।
এদিকে সকাল এগারোটায় রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত-নিউ মার্কেট এলাকায় নেই মানুষের কোলাহল। মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষজনের আনাগোনা আগের তুলনায় কম। নেই গাড়ির জট। অলস সময় পার করছেন নিউ মার্কেট ট্রাফিক জোনের কনস্টেবল মো. খোরশেদ আলম। তিনি বলেন, গাড়ি না থাকলেও রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আমাদের থাকতে হয়।
নিউ মার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট মাহবুব আলম বলেন, মার্কেট বন্ধ থাকায় নিউমার্কেট এলাকায় তেমন লোকজন নেই। তবে, ঢাকা সিটি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
একটু এগিয়ে যেতেই ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় সেখানে পুলিশ চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন সচিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। অকারণে ঘোরাফেরা করায় দুটি ব্যক্তিগত গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল যাত্রীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে