নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার দুপুর বারোটায় শাহবাগে পঞ্চাশ গজের মধ্যে ত্রিমুখী চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেনাবাহিনী ও পুলিশ।
ধানমন্ডির ন্যাশনাল ব্যাংক থেকে কাজ শেষ করে বন্ধুকে নিয়ে রিকশায় কাকরাইল যাচ্ছিলেন ব্যবসায়ী খায়রুল হুদা। শাহবাগে র্যাবের চেকপোস্ট আটকানো হয় তাঁকে। রিকশায় একে তো ছিলেন দুজন আবার বাইরে বের হওয়ার কারণও যৌক্তিক মনে হয়নি র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর। খায়রুল হুদাকে গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
স্টাফের ফোনে অফিসে চুরির খবর পেয়ে আরেক সহকর্মীর সঙ্গে ফকিরাপুল যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকেও গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাঁদেরই মূলত জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবেন উল্লেখ করে তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত একশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে দুই হাজার আট শ টাকা জরিমানা করা হয়েছে।
রাস্তার আরেক পাশেই দেখা গেল শাহবাগ পুলিশের চেকপোস্ট। এম এ হানিফ নামের এক মোটরসাইকেল যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিফের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হাসপাতালের নষ্ট মেশিনারিজ মেরামতের কাজ করেন। ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে সে কারণেই যাচ্ছিলেন। কিন্তু রমনার এডিসি হারুনুর রশিদের কাছে যৌক্তিক কারণ মনে না হওয়ায় তাঁকে আটকানো হয়েছে।
এডিসি হারুনুর রশিদ বলেন, সরকারের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকায় এর আগেও বেশ কয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা অকারণে বের হচ্ছেন তাদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাহবাগে রাস্তার আরেক প্রান্তে মেজর হাসান চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। একের পর এক গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে হাসান চৌধুরী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। অকারণে বের হওয়া যাবে না। নিজের পরিবারের কথা চিন্তা করেই সতর্ক থাকতে হবে।
এদিকে সকাল এগারোটায় রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত-নিউ মার্কেট এলাকায় নেই মানুষের কোলাহল। মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষজনের আনাগোনা আগের তুলনায় কম। নেই গাড়ির জট। অলস সময় পার করছেন নিউ মার্কেট ট্রাফিক জোনের কনস্টেবল মো. খোরশেদ আলম। তিনি বলেন, গাড়ি না থাকলেও রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আমাদের থাকতে হয়।
নিউ মার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট মাহবুব আলম বলেন, মার্কেট বন্ধ থাকায় নিউমার্কেট এলাকায় তেমন লোকজন নেই। তবে, ঢাকা সিটি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
একটু এগিয়ে যেতেই ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় সেখানে পুলিশ চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন সচিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। অকারণে ঘোরাফেরা করায় দুটি ব্যক্তিগত গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল যাত্রীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার দুপুর বারোটায় শাহবাগে পঞ্চাশ গজের মধ্যে ত্রিমুখী চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সেনাবাহিনী ও পুলিশ।
ধানমন্ডির ন্যাশনাল ব্যাংক থেকে কাজ শেষ করে বন্ধুকে নিয়ে রিকশায় কাকরাইল যাচ্ছিলেন ব্যবসায়ী খায়রুল হুদা। শাহবাগে র্যাবের চেকপোস্ট আটকানো হয় তাঁকে। রিকশায় একে তো ছিলেন দুজন আবার বাইরে বের হওয়ার কারণও যৌক্তিক মনে হয়নি র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর। খায়রুল হুদাকে গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
স্টাফের ফোনে অফিসে চুরির খবর পেয়ে আরেক সহকর্মীর সঙ্গে ফকিরাপুল যাচ্ছিলেন জাহিদ হাসান। তাঁকেও গুনতে হয়েছে পাঁচ শ টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাঁদেরই মূলত জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর হবেন উল্লেখ করে তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত একশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে দুই হাজার আট শ টাকা জরিমানা করা হয়েছে।
রাস্তার আরেক পাশেই দেখা গেল শাহবাগ পুলিশের চেকপোস্ট। এম এ হানিফ নামের এক মোটরসাইকেল যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হানিফের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হাসপাতালের নষ্ট মেশিনারিজ মেরামতের কাজ করেন। ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে সে কারণেই যাচ্ছিলেন। কিন্তু রমনার এডিসি হারুনুর রশিদের কাছে যৌক্তিক কারণ মনে না হওয়ায় তাঁকে আটকানো হয়েছে।
এডিসি হারুনুর রশিদ বলেন, সরকারের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না থাকায় এর আগেও বেশ কয়জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। যারা অকারণে বের হচ্ছেন তাদেরই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
শাহবাগে রাস্তার আরেক প্রান্তে মেজর হাসান চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। একের পর এক গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে হাসান চৌধুরী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। সবাইকে বিধিনিষেধ মেনে চলতে হবে। অকারণে বের হওয়া যাবে না। নিজের পরিবারের কথা চিন্তা করেই সতর্ক থাকতে হবে।
এদিকে সকাল এগারোটায় রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত-নিউ মার্কেট এলাকায় নেই মানুষের কোলাহল। মার্কেটগুলো বন্ধ থাকায় মানুষজনের আনাগোনা আগের তুলনায় কম। নেই গাড়ির জট। অলস সময় পার করছেন নিউ মার্কেট ট্রাফিক জোনের কনস্টেবল মো. খোরশেদ আলম। তিনি বলেন, গাড়ি না থাকলেও রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে আমাদের থাকতে হয়।
নিউ মার্কেট ট্রাফিক জোনের সার্জেন্ট মাহবুব আলম বলেন, মার্কেট বন্ধ থাকায় নিউমার্কেট এলাকায় তেমন লোকজন নেই। তবে, ঢাকা সিটি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
একটু এগিয়ে যেতেই ঢাকা সিটি কলেজের সামনে গিয়ে দেখা যায় সেখানে পুলিশ চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছেন সচিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। অকারণে ঘোরাফেরা করায় দুটি ব্যক্তিগত গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেল যাত্রীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৪ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে