নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তাঁর ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক মো. আল আমিন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি কার্ড ব্লক করার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, শামসুল হক টুকু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ভোগদখল করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন। শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে অন্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।
অভিযুক্ত টুকুর ছেলেরাও বিদেশে চলে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তাঁদের অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এ ছাড়া তাঁদের অবৈধভাবে অর্জিত সম্পদ তাঁরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি করতে পারেন বলে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।
সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তাঁর ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক মো. আল আমিন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি কার্ড ব্লক করার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, শামসুল হক টুকু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ভোগদখল করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন। শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে অন্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।
অভিযুক্ত টুকুর ছেলেরাও বিদেশে চলে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তাঁদের অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এ ছাড়া তাঁদের অবৈধভাবে অর্জিত সম্পদ তাঁরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি করতে পারেন বলে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ফুঁসে উঠেছিল। পরে সেই বিক্ষোভে সাধারণ মানুষও শামিল হয়। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ।
৯ ঘণ্টা আগেক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের প্রতাপশালী দুই ডজন উচ্চপদস্থ কর্মকর্তা বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারাচ্ছেন। তাঁদের মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ...
৯ ঘণ্টা আগেফয়েজ আহমদ বলেন, ‘এই আধুনিক নীতির উদ্দেশ্য হলো জেনারেশনাল ট্রান্সফরমেশন (প্রজন্মগত রূপান্তর)। আমরা এই রূপান্তর বাস্তবায়নের জন্য কাজ করছি। পলিসিতে লাইসেন্সের সংখ্যা কতগুলো হবে, তা নির্ভর করবে লাইসেন্স অবলিগেশন অ্যান্ড কেপিআই পারফরমেন্সের ওপর। তবে বিটিআরসি বেসরকারি গবেষণা সংস্থার মাধ্যমে জানতে পারবে,
১৪ ঘণ্টা আগেসাবেক আইজিপির আইনজীবী যায়েদ বিন আমজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত তাঁর (চৌধুরী আবদুল্লাহ আল-মামুন) ক্ষমার আবেদন গ্রহণ করেছেন। তিনি সবকিছু প্রকাশ করলে চূড়ান্ত রায়ে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন ট্রাইব্যুনাল।’
১৫ ঘণ্টা আগে