Ajker Patrika

দুই ছেলেসহ শামসুল হক টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৫, ১৯: ২০
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ছবি: সংগৃহীত
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। ছবি: সংগৃহীত

সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, তাঁর ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক মো. আল আমিন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি কার্ড ব্লক করার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শামসুল হক টুকু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ভোগদখল করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন। শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে অন্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।

অভিযুক্ত টুকুর ছেলেরাও বিদেশে চলে যেতে পারেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তাঁদের অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রের প্রয়োজনে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এ কারণে তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এ ছাড়া তাঁদের অবৈধভাবে অর্জিত সম্পদ তাঁরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি করতে পারেন বলে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত