ন্যাশনাল জিওগ্রাফিক
ফিচার ডেস্ক
‘বছরে অন্তত একবার এমন জায়গায় যান, যেখানে আপনি আগে কখনো যাননি।’
—দালাই লামা।
২০২৫ সালে যাঁরা নতুন গন্তব্যে ভ্রমণের চিন্তা করছেন কিংবা উইশ লিস্ট তৈরি করছেন, তাঁদের কাজটা অনেক সহজ করে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫ ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে তারা। এতে বিভিন্ন দেশের নতুন জায়গাগুলো প্রাধান্য পেয়েছে।
ভ্রমণে সবাই আনন্দ পেতে চাইলেও ব্যক্তিভেদে গন্তব্যের পছন্দ থাকে ভিন্ন। কেউ ছুটে বেড়াতে চায় অরণ্য থেকে পাহাড়ে, কারও পছন্দ এক জায়গায় বসে সারা দিন পার করে দেওয়া, কেউবা উত্তাল সাগরের উদ্দামতা ছুঁয়ে দেখতে চায়। ভ্রমণে কেউ খুঁজে ফেরে ইতিহাস-ঐতিহ্য, কেউ আবার নতুন সব সংস্কৃতির সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ নিতে চায়। প্রায় সব ধরনের ভ্রমণপ্রেমীর কথা বিবেচনায় রেখে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল জিওগ্রাফিকের প্রধান সম্পাদক নাথান লুম্প।
নাথান লুম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, ন্যাশনাল জিওগ্রাফিক যে তালিকা প্রকাশ করেছে, সেটি আপনাদের ভ্রমণে অনেক ধরনের অভিজ্ঞতা দেবে। সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে এই তালিকা করা হয়েছে।’
তালিকায় জায়গা পেয়েছে মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন সার্ভিস ‘ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস’। শহর আর বনাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা এই ট্রেন ভ্রমণে আশপাশের দারুণ দৃশ্য উপভোগ করা যাবে। আর যাঁরা রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন, তাঁরা বেরিয়ে পড়তে পারেন উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালার অ্যান্টিগুয়া আইল্যান্ডের আগ্নেয়গিরি দেখতে।
অন্যদিকে পাহাড় ও সমুদ্রের মিশেল উপভোগ করতে যেতে পারেন ইন্দোনেশিয়ার রাজা আমপাট দ্বীপপুঞ্জে। এই তালিকায় আরও রয়েছে মেক্সিকোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর গুয়াদালাহারা। পুরো তালিকায় যুক্তরাষ্ট্রের তিনটিসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দর্শনীয় জায়গার নাম রয়েছে।
পুরো তালিকা
অ্যান্টিগুয়া (গুয়াতেমালা), ওকালা জাতীয় বন (ফ্লোরিডা), ব্যাংকক (থাইল্যান্ড), রাজা আমপাট (ইন্দোনেশিয়া), গুয়াদালাজারা (মেক্সিকো), সেনোবিটিক মঠ (ইতালি), লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), গ্রিনল্যান্ড, কানাজাওয়া (জাপান), ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস (মালয়েশিয়া), ব্রাসভ (রোমানিয়া), সেররাডো (ব্রাজিল), নর্থ ল্যান্ড (নিউজিল্যান্ড), সেনেগাল, হাইদা গোয়াই (ব্রিটিশ কলাম্বিয়া), বার্বাডোজ, সুরু উপত্যকা (ভারত), বয়েস (ইডাহো), আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), মারে নদী (অস্ট্রেলিয়া), কোয়াজুলু-নাটাল (দক্ষিণ আফ্রিকা), স্টকহোম দ্বীপপুঞ্জ (সুইডেন), কর্ক (আয়ারল্যান্ড), আউটার হেব্রাইডস (স্কটল্যান্ড), তিউনিসিয়া, সারাজেভো (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা)।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
‘বছরে অন্তত একবার এমন জায়গায় যান, যেখানে আপনি আগে কখনো যাননি।’
—দালাই লামা।
২০২৫ সালে যাঁরা নতুন গন্তব্যে ভ্রমণের চিন্তা করছেন কিংবা উইশ লিস্ট তৈরি করছেন, তাঁদের কাজটা অনেক সহজ করে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫ ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে তারা। এতে বিভিন্ন দেশের নতুন জায়গাগুলো প্রাধান্য পেয়েছে।
ভ্রমণে সবাই আনন্দ পেতে চাইলেও ব্যক্তিভেদে গন্তব্যের পছন্দ থাকে ভিন্ন। কেউ ছুটে বেড়াতে চায় অরণ্য থেকে পাহাড়ে, কারও পছন্দ এক জায়গায় বসে সারা দিন পার করে দেওয়া, কেউবা উত্তাল সাগরের উদ্দামতা ছুঁয়ে দেখতে চায়। ভ্রমণে কেউ খুঁজে ফেরে ইতিহাস-ঐতিহ্য, কেউ আবার নতুন সব সংস্কৃতির সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ নিতে চায়। প্রায় সব ধরনের ভ্রমণপ্রেমীর কথা বিবেচনায় রেখে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল জিওগ্রাফিকের প্রধান সম্পাদক নাথান লুম্প।
নাথান লুম্প বলেন, ‘আমি বিশ্বাস করি, ন্যাশনাল জিওগ্রাফিক যে তালিকা প্রকাশ করেছে, সেটি আপনাদের ভ্রমণে অনেক ধরনের অভিজ্ঞতা দেবে। সব ধরনের মানুষের কথা বিবেচনায় রেখে এই তালিকা করা হয়েছে।’
তালিকায় জায়গা পেয়েছে মালয়েশিয়ার বিলাসবহুল ট্রেন সার্ভিস ‘ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস’। শহর আর বনাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা এই ট্রেন ভ্রমণে আশপাশের দারুণ দৃশ্য উপভোগ করা যাবে। আর যাঁরা রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন, তাঁরা বেরিয়ে পড়তে পারেন উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালার অ্যান্টিগুয়া আইল্যান্ডের আগ্নেয়গিরি দেখতে।
অন্যদিকে পাহাড় ও সমুদ্রের মিশেল উপভোগ করতে যেতে পারেন ইন্দোনেশিয়ার রাজা আমপাট দ্বীপপুঞ্জে। এই তালিকায় আরও রয়েছে মেক্সিকোর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহর গুয়াদালাহারা। পুরো তালিকায় যুক্তরাষ্ট্রের তিনটিসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশ কয়েকটি দর্শনীয় জায়গার নাম রয়েছে।
পুরো তালিকা
অ্যান্টিগুয়া (গুয়াতেমালা), ওকালা জাতীয় বন (ফ্লোরিডা), ব্যাংকক (থাইল্যান্ড), রাজা আমপাট (ইন্দোনেশিয়া), গুয়াদালাজারা (মেক্সিকো), সেনোবিটিক মঠ (ইতালি), লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), গ্রিনল্যান্ড, কানাজাওয়া (জাপান), ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস (মালয়েশিয়া), ব্রাসভ (রোমানিয়া), সেররাডো (ব্রাজিল), নর্থ ল্যান্ড (নিউজিল্যান্ড), সেনেগাল, হাইদা গোয়াই (ব্রিটিশ কলাম্বিয়া), বার্বাডোজ, সুরু উপত্যকা (ভারত), বয়েস (ইডাহো), আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), মারে নদী (অস্ট্রেলিয়া), কোয়াজুলু-নাটাল (দক্ষিণ আফ্রিকা), স্টকহোম দ্বীপপুঞ্জ (সুইডেন), কর্ক (আয়ারল্যান্ড), আউটার হেব্রাইডস (স্কটল্যান্ড), তিউনিসিয়া, সারাজেভো (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা)।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বে মুসলিম ভ্রমণকারীর সংখ্যা দাঁড়াবে ২৪৫ মিলিয়ন। তখন মুসলিম পর্যটকদের ভ্রমণ ব্যয় দাঁড়াবে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের ‘টপ মুসলিম-ফ্রেন্ডলি ডেস্টিনেশন অব দ্য ইয়ার’ খেতাব পেয়েছে মালয়েশিয়া।
১৬ ঘণ্টা আগেতিব্বত অঞ্চলের খাবার হলেও মোমো এখন আমাদের দেশে পাওয়া যায়। রাস্তার মোড়ে কিংবা গলির দোকানে এখন হরেক স্বাদের মোমোর দেখা মেলে। একেবারে তিব্বতি বা নেপালি মোমো এখানে তৈরি হওয়া সম্ভব নয় উপকরণের স্বল্পতার কারণে। তাই নিজের মতো করে তৈরি করে নিতে পারেন এ খাবার।
২০ ঘণ্টা আগেশখ ডিপ্রেশনের লক্ষণ কমাতে পারে। শুধু তা-ই নয়, এটি মানসিক রোগ হওয়ার ঝুঁকি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। একই সঙ্গে ইতিমধ্যে ডিপ্রেশনে ভোগা রোগীদের মধ্যে যাঁরা অন্তত একটি শখ পূরণে কাজ শুরু করেছেন, তাঁদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ২৭২ শতাংশ বেশি।
২১ ঘণ্টা আগেপ্রতিদিন কিছু না কিছু ভুলে যাওয়ার অভ্যাস আমাদের সবারই আছে। কখনো কোনো শব্দ জিভের ডগায় এসে আটকে যায়, আবার কখনো ঘরে ঢুকে ভুলে যাই কেন এসেছিলাম। কিংবা চাবি, মোবাইল ফোন বা চশমা কোথায় রাখলাম, তা মনেই পড়ে না।
২ দিন আগে